নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহত মোক্তার (৩৫) মর্দাসাদি গ্রামের জাহেদ আলীর ছেলে ও আল-আমিন (৩০) একই গ্রামের শহীদ মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন পালিয়ে ছিল।
নিহতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ১০/১৫টি করে ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তালা ভাঙ্গার কাটার, বল্লম ও ধারালো ছুরি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার আতাদি গ্রামের একটি চকে রাত ১০টায় একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদের ধাওয়া করে। সে সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।
ডাকাতরা চক থেকে বেরিয়ে কাদিরজা গ্রামে প্রবেশ করে। সে সময় এলাকাসী দুই ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আড়াইহাজার থানার পরিদর্শক মো. আলমগীর রাইজিংবিডিকে জানান, নিহতরা কুখ্যাত ডাকাত সদস্য। তাদের বিরুদ্ধে ১০/১৫টি ডাকাতির মামলা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।