মঙ্গলবার সকালে আড়াইহাজার থানার সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এ সময় আড়াইহাজার থানার ওসি মো. আখতার মোর্শেদ সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, অবৈধ সকল যান চলাচল বন্ধের উদ্যোগ নেয়া হবে।
ঘাতক ট্রলির মালিককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।
এর আগে একটি শোক র্যলী নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিকরা।
এতে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী মিয়া, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্রাহ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দেসহ প্রমুখ।
২৬ মে বালুবাহী ট্রাক্টরচাপায় নিহত হন সাংবাদিক আল আমিন হাওলাদার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।