আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ১২ টি দেশের অংশগ্রহণে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বার্ন বিষয়ক সম্মেলন শুরু

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

বিশ্বের ১২ টি দেশের অংশগ্রহণে বাংলাদেশে এবারই প্রথম শুরু হয়েছে আন্তর্জাতিক বার্ন বিষয়ক সম্মেলন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে গত রোববার থেকে শুরু হয়েছে চারদিন ব্যাপী এই সম্মেলন। ইন্টারবার্নস-এর উদ্যোগে ২০১০ সালে আফ্রিকার উগান্ডাতে প্রথম এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এবছর দ্বিতীয়বারের মতো এই সম্মলনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।

এসিড সারভাইভারস ফাউন্ডেশন এবং ইন্টার বার্নস এর যৌথ উদ্যোগে এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মনিরা রহমান এবং ইন্টার বার্নস-এর প্রতিনিধি টম পটেকারের তত্ত্বাবধানে রোববার থেকে শুরু হয়েছে ‘সাউথ ইষ্ট এশিয়া বার্ন ট্রেইনিং ইভেন্ট’ আন্তর্জাতিক বার্ন বিষয়ক এ সম্মেলনে বিভিন্ন ধরনের পোড়া যেমন: এসিডে পোড়া, আগুনে পোড়া এবং অন্যান্য ক্যামিকেলে পোড়া রোগীদের স্বল্পমূল্যে ও স্বল্প বিনিয়োগে চিকিৎসাসেবা প্রদান এবং বিভিন্ন দেশ থেকে আগত বার্ন বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই ব্যাতিক্রমী এবং বিশেষ প্রশিণের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক এই বার্ন বিষয়ক প্রশিণে বাংলাদেশসহ বিশ্বের ১২ টি দেশের মোট ৫৫ জন বার্ন বিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জন এবং ফিজিওথেরাপিস্ট অংশগ্রহণ করছেন। যার মধ্যে ১৬ জন ফেকাল্টি হিসেবে এবং অবশিষ্টরা অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিণে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, নাইজেরিয়া, ঘানা, উগান্ডা, আমেরিকা, ইংল্যান্ড এবং কানাডা। বাংলাদেশ থেকে হাসপাতাল ও কিনিকসমূহের পরিচালক ডা. মোহাম্মদ মোমতাজ উদ্দিন ভূঞাঁ, প্লাস্টিক সার্জারী ইউনিটের পরিচালক সাজ্জাদ খন্দকার, সিএমইএইচ এর বার্ন ইউনিটের পরিচালক কর্নেল এনাম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের পরিচালক আইয়ূব আলী, বার্ন ও প্লস্টিক সার্জারী বিশেষজ্ঞ এজেএম সালেক এবং শহীদূল বারীসহ আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেছেন।

এছাড়াও নেপালের শংকর রাই, যুক্তরাজ্যের টম পটেকার, ভারতের শেখর চামানিয়া, কানাডার রিদোএ্যনি বাউআলি, নাইজেরিয়ার রিচার্ড নেবোকো, উগান্ডার ওলিভ কোবোসিংগিক প্রমুখ অংশ গ্রহণ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.