আমাদের কথা খুঁজে নিন

   

অসিদের কৌশলে আটকাতে চান সিডন্স



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ জেমি সিডন্স বলেছেন, অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে আটকানোর পরিকল্পনা তিনি ঠিক করে ফেলেছেন। আর এ জন্য কৌশলও উদঘাটন করেছেন বলে জানান তিনি। আগামী শনিবার থেকে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। আর সে উপলক্ষ্যেই তিনি একথা জানান। সিডন্স মনে করেন তার দল অস্ট্রেলিয়ার দোষ-ত্রুটির সদ্ব্যবহার করতে পারবে।

সেই সাথে টাইগাররা অসিদের উপর খুব দ্রুতই চাপ সৃষ্টি করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিডন্স বলেন, সব দল অধিনায়ককে লক্ষ্য করে পরিকল্পনা স্থির করে। কিন্তু আমরা ক্লার্ককে তা থেকে মুক্তি দিচ্ছি। তাদের দু'জন উদ্বোধনী ব্যাটসম্যান আর রিকি পন্টিংকে নিয়ে ভাবাটাই বেশি জরুরি মনে করি। আর এতে করেই আমরা পুরো দলের মধ্যে চিড় ধরাতে সক্ষম হব।

কারণ যদি মাথা কেটে ফেলে দেয়া হয় তবে বাকি অংশটুকু এমনিতেই নিস্তেজ হয়ে যাবে। আর এ তত্ত্ব দিয়েই আমরা ওদের অধিনায়ককে পরাস্ত করতে পারব। দু'দলের শক্তিমত্তা নিয়ে সিডন্সের তেমন দুঃশ্চিন্তা নেই বলে মনে করেন তিনি। তাদের বোলাররা গত কয়েকটি সিরিজে তেমন ভালো করতে পারেনি। তবে, একমাত্র ব্রেট লি চমৎকার বোলিং করছেন।

তার জন্য যে কোন অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। কিন্তু আমরা তাকে কোন সুযোগ দিতে চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।