আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অসিদের ডাবল: ট্রেবলের হাতছানি



ভেট্টরীবিহীন নিউ জিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। একদিনের ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আইসিসি আয়োজিত তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশীপের দু'টিতে জিতে প্রথম দল হিসেবে ডাবল জিতলো। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় তৃতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে প্রথম দল হিসাবে ট্রেবল জয়ের সুবর্ণ সুযোগ এখন পন্টিংদের সামনে। কাল টসে জিতে ব্যাটিং নিয়ে নিউ জিল্যান্ড অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে অতিকষ্টে ৯ উইকেটে ২০০ রান তুলতে সক্ষম হয়। কিন্তু জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও ৬ রানে ২ উইকেট হরায়।

এই দুইযের মধ্যে অসি অধিনায়ক পন্টিংও (১ রান) ছিলেন। দলটি যেহেতু অস্ট্রেলিয়া তাই উত্তেজনার ওখানেই সমাপ্তি। শেন ওয়াটসনের অপরাজিত ১০৬ রান সবকিছু প্রত্যাশামাফিক শেষ করেছে। চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া প্রয়োজনীয় রান তুলে ফেলে। ওয়াটসন ম্যান অব দ্যা ম্যাচ।

অসি অধিনায়ক পন্টিং ম্যান অব দ্যা সিরিজ। ২৮৮ রান করে তিনি সর্বোচচ স্কোরার। এর ভেতর দিয়ে একদিনের ক্রিকেটের ১২ হাজার রান পূর্ণ করলেন। তবে ট্রেবলের পথে ভাগ্যদেবী কি বাধা হতে পারেন ? কারন চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যদেবী যেমন উপমহাদেশের প্রতি বৈরি ( ৬ ফাইনালের ৪টি হয়েছে উপমহাদেশীয় দেশ ছাড়া) তেমনি টি-টুয়েন্টির ভাগ্যদেবী আবার উপমহাদেশের প্রতি অতি প্রসন্ন। ২ ফাইনালই পুরো উপমহাদেশীয়।

প্রথম ফাইনাল ভারত-পাকিস্তান, তাতে ভারত জয়ী। দ্বিতীয় ফাইনাল শ্রীলঙ্কা-পাকিস্তান, তাতে পাকিস্তান জয়ী। যারা প্রকৃত সামর্থ্যবান তারাতো ভাগ্যদেবীর বর চেয়ে বসে থাকেন না। প্রয়োজনে ভাগ্যদেবীকে বাড়ী ডেকে আনেন। এখন দেখার বিষয় ট্রেবল জয়ে উপমহাদেশীয় ভাগ্যদেবী জেতেন না পন্টিংরা জেতেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.