আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফাইনালটা বিশ্বকাপের মতই হয়েছে...দারুন উপভোগ্য এটা মনে করে শেষ পর্যন্ত কাপটা এশিয়াতেই থাকছে...তবে টুর্নামেন্ট সেরা শচীন হলে ভালো লাগতো...



আমি বলবো বিশ্বকাপ জয়ী এশিয়া। আগামী চার বছর এশিয়া শাষন করবে সারা বিশ্বের ক্রিকেটকে। আর এই এশিয়ার নাম আসলে আসবে আমাদের প্রিয় বাংলাদেশের নামটিও। সত্যি করে আজ আমরা ফাইটিং উপভোগ করলাম। প্রথমদিকে যখন শ্রীলংকার মত টিমকে দেখলাম পাওয়ার প্লে তে ১০ ওভারে মাত্র ৩১ !!! ২৪ ওভারে ১০০ !!! তখন কেমন যেনো খেলাটা দেখে ঘুম পেতে শুরু করলো কিন্তু পরক্ষনেই জ্বলে উঠতে শুরু করলে বেশ উপভোগ করলাম।

আজকে আসলে আমাদের হারা জেতার কিছু ছিলো না তাই প্রকৃতই ইনজয় হলো খেলাটা দেখে । যেই জিতুক কাপ থাকছে এই এশিয়াতেই। জয়ী ভারত । তাই স্বাভাবতই অভিনন্দন সেই টিমকে। আর শ্রীলংকার প্রতিও রইলো সহানুভূতি।

আমার কেনো যেনো শ্রীলংকার অধিনায়ককে দেখে মায়া লাগলো আজ। ধনী যখন ব্যাট করছে তখন ওর দিকে ক্যামেরা দিলে মনে হয় কত অসহায়। ইস্ যদি তারা জিততে পারতো..!!! ওর জন্য ভালো লাগতো। আবার খেলা শেষে মনে হয়েছে ভারত প্রকৃতই ভালো খেলে জিতেছে। ওদের খেলাকেও এপ্রীশিয়েট করছি।

জয়াবর্ধনের ব্যাটিং টা যেমন আনন্দদায়ক ছিলো তেমনি ছিলো গাম্ভীর আর ধোনীর ব্যাটিংটাও। তবে ম্যাচ শেষে পুরস্কারের সময় আমার কাছে মনে হয়েছে টুর্নামেন্ট সেরার পুরস্কারটা পাওয়া উচিৎ ছিলো ব্যাটিং জিনিয়াস দ্যা গ্রেট মিঃ শচীন । সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ২৭৪/৬ (৫০ ওভার) জয়াবর্ধনে ১০৩*, সাঙ্গাকারা ৪৮ জহির ৬০/২, যুবরাজ ৪৯/২ ভারত ২৭৭/৪ (৪৮.২ ওভার) গম্ভীর ৯৭, ধোনি ৯১*

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.