No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you
একদম শুরুর দিকে ফুটবল হিসেবে মানুষ বা অন্যান্য প্রাণীর স্কাল,সেলাই করা কাপড় থেকে এমনকি গরু,শুকরের ব্লাডার পর্যন্ত ব্যবহার করা হত ৷ সেই বল কালের পরিক্রমায় বিবর্তিত হতে হতে আজকের জাবুলানি পর্যন্ত এসে দাড়িয়েছে ৷ জার্মান ফটোগ্রাফার জেন্স হেইলম্যান এখনো পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৯টি বিশ্বকাপের প্রত্যেকটিতে ব্যবহৃত বলের ছবি তুলেছেন ৷ সেই ১৯টি ছবি নিচে তুলে ধরলাম
প্রথম বিশ্বকাপ ১৯৩০: উরুগুয়ে
প্রথম বিশ্বকাপের ফাইনালে দুই অর্ধে দুটি বল ব্যবহার করা হয় ৷ প্রথমার্ধে ব্যবহৃত হয় আর্জেন্টিনার বল যেখানে আর্জেন্টিনা ২-১ এ এগিয়ে থাকে কিন্তু দ্বিতীয়ার্ধে ব্যবহৃত হয় উরুগুরের বল আর খেলার শেষ ফলাফল দাড়ায় ৪-২ ৷ নিচের বলটি দ্বিতীয়ার্ধে ব্যবহৃত উরুগুয়ের বল
দ্বিতীয় বিশ্বকাপ ১৯৩৪: ইতালি
তৃতীয় বিশ্বকাপ ১৯৩৮: ফ্রান্স
চথুর্থ বিশ্বকাপ ১৯৫০: ব্রাজিল
পঞ্চম বিশ্বকাপ ১৯৫৪: সুইজারল্যান্ড
এখান থেকেই বিশ্বকাপে সাদা বলের প্রচলন যদিও সেটা শুরু হয় ১৯৫১ এর শেষের দিকে দর্শকদের দেখার সুবিধার কথা বিবেচনা করে
ষষ্ট বিশ্বকাপ ১৯৫৮: সুইডেন
সপ্তম বিশ্বকাপ ১৯৬২: চিলি
অষ্টম বিশ্বকাপ ১৯৬৬: ইংল্যান্ড
এখানে সাদা বলের পরিবর্তে আবার রঙিন বল ব্যবহারের কারণ সম্ভবত স্নোতে বল ভালো করে দেখতে পাওয়ার জন্য
নবম বিশ্বকাপ ১৯৭০: মেক্সিকো
প্রথম বারের মত ব্যবহৃত ৩২টি সাদা কালো প্যানল যুক্ত বল
দশম বিশ্বকাপ ১৯৭৪: ওয়েস্ট জার্মানি
একাদশ বিশ্বকাপ ১৯৭৮: আর্জেন্টিনা
দ্বাদশ বিশ্বকাপ ১৯৮২: স্পেন
প্রথমবারের মত ওয়াটার রেজিস্ট্যান্ট বল ইন্ট্রোডিউস করা হয়
ত্রয়োদশ বিশ্বকাপ ১৯৮৬: মেক্সিকো
প্রথম বারের মত ব্যবহৃত সিন্থেটিক বল
চতুর্দশ বিশ্বকাপ ১৯৯০: ইতালি
পঞ্চদশ বিশ্বকাপ ১৯৯৪: ইউএসএ
বলের ভেলোসিটি,এক্সিলারেশন,কন্ট্রোল ইত্যাদিকে প্রথমবারের মত প্রাধান্য দেয়া হয়
ষষ্ঠদশ বিশ্বকাপ ১৯৯৮: ফ্রান্স
স্বাগতিক দলের সাথে মিল রেখে প্রথমবারের মত বলকে সাদা-কালো-লাল রং দেয়া হয়
সপ্তদশ বিশ্বকাপ ২০০২: জাপান-সাউথ কোরিয়া
প্রথমবারের মত শুন্যে বলের অ্যাকুরেসিকে প্রাধান্য দেয়া হয়
অষ্টদশ বিশ্বকাপ ২০০৬: জার্মানি
ট্রাডিশনাল ৩২ প্যানেল এর পরিবর্তে ১৪ প্যানেলের বল
উনিশতম বিশ্বকাপ ২০১০: সাউথ আফ্রিকা
১১ কালারের বল যেখানে ১১টা কালার একই সাথে প্রত্যেক দলের ১১ জন প্লেয়ার,সাউথ আফ্রিকার ১১টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং ১১টা সাউথ আফ্রিকান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে
ইচ্ছে ছিল ক্রিকেট বল নিয়ে দেয়ার কিন্তু তেমন কিছু পেলাম না !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।