আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই এয়ারপোর্টে বিশ্বকাপ ট্রফি নিয়ে নাটক



বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিশ্বব্যপী উন্মাদনার আদি-অন্ত নেই। আর স্বাগতিক ভারত ফাইনালে পৌঁছার কারণে পুরো ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে ক্রিকেট ভক্তরা হয়তো জেনে কিছুটা ক্ষুব্ধ হবেন এই কারণে যে কাঙ্খিত ট্রফিটিই কলোম্বো থেকে মুম্বাইয়ে আসতে কাস্টমস ঝামেলায় আটকে ছিল অনেক্ষণ। বেরসিক কাস্টমস কর্মকর্তারা মুম্বাই বিমানবন্দরে শুল্ক প্রদান না করাতে বিশ্বকাপ ট্রফিটি বাজেয়াপ্ত করে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

সংবাদে বলা হয়, ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের একজন আইসিসি প্রতিনিধি কলম্বো থেকে ট্রফিটি নিয়ে মুম্বাই বিমানবন্দরে পৌঁছায়। সেমি ফাইনাল ম্যাচে প্রদর্শনের জন্য ট্রফিটি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড খেলায় মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এরপরে কাস্টমস কর্মকর্তারা সোনার প্রলেপে গড়া ব্রোঞ্জ ও রুপার তৈরি ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যমানের ওই ট্রফিটি বাজেয়াপ্ত করে। তারা এ সময় ট্রফির জন্য ৫০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি শুল্ক দাবি করে। যদি ফাইনাল ম্যাচের টিকেট তাদের দেয়ার শর্তে ওই কর্মকর্তারা শুল্ক বিহীন অবস্থায় ট্রফিটি ছাড়তে রাজি হয়।

আইসিসি'র এক কর্মকর্তা জানান, তারা শুল্কের পরিবর্তে বেশ কয়েকটি টিকেটের দাবি জানায়। তবে তাদেরকে আমরা ট্রফিটি ফাইনালের পর আটকে রাখতে বলি। কারণ ফাইনালের পরে আইসিসি ট্রফিটি নিজেদের তত্ত্বাবধানে দুবাই নিয়ে যাবে। তারাই এ ব্যপারটির সমাধান করবে। কাস্টমস কর্মকর্তারা অবশ্য জানেন না যে, ট্রফিটির হুবুহু আরেকটি প্রতিরূপ আগে থেকেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাখা আছে।

আর ওই ট্রফিটিই মূলত বিজয়ী অধিনায়কের হাতে শোভা পাবে। ওই ব্যপারটি জানার পরে কাস্টমসের ছাড়পত্র পায় বিশ্বকাপ ট্রফি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।