মুম্বাইয়ে ফটো সাংবাদিক গণধর্ষণের ঘটনায় পুলিশ এ পর্যন্ত সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবারের ওই ঘটনার ৫ জনের চেহারার স্কেচ প্রকাশ করে কর্তৃপক্ষ।
এদিকে, ফটো সাংবাদিক ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। ফুঁসে উঠেছেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। অমৃতসরে চিত্র সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদে মাটিতে ক্যামেরা রেখে প্রতিবাদ জানান। নাগপুরে নারীর নিরাপত্তার দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে বিক্ষোভকারীরা। ভুপালে বিক্ষুব্ধরা দোষীদের বিচার দাবি করে স্লোগান দেয়।
এছাড়া, মুম্বাইয়ের বিক্ষোভে অংশ নেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও। এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।