কোথাও কেউ নেই
ক্যাসেট ফুড়ে বেরিয়ে এলেন বব মার্লে, গানের ফিতায় বিটলস
আধুনিক ব্লু-রে ডিস্কের কারণে ফুরিয়ে যাচ্ছে সিডি-ডিভিডির রাজত্ব। এখন কি আর ফিতাওয়ালা ক্যাসেটের কথা মনে আছে কারো! তবে যুক্তরাষ্ট্রের শিল্পী এরিকা আইরিস সিমন্স কিন্তু ভুলে যাননি ওই অডিও ক্যাসেটের কথা। তাঁর হাতের জাদুতে ওই ফিতাওয়ালা ক্যাসেট এখন সদর্পে জায়গা করে নিয়েছে আর্ট গ্যালারিতে!
আলবার্ট আইনস্টাইন
ফেলে দেওয়া জিনিস সংগ্রহের প্রতি দারুণ ঝোঁক ২৬ বছর বয়সী এরিকার। প্রতিবেশীদের কেউ ঘরের অদরকারি মালামাল সের দরে বিক্রি করে দিচ্ছে শুনলে ছুটে যান। কাজে যাওয়ার পথে খেয়াল চাপলে হঠাৎ চলে যান পুরনো জিনিসের দোকানে।
খুঁজে খুঁজে অদ্ভুত সব জিনিস বগলদাবা করেন। কোনোটিতেই পাঁচ ডলারের বেশি খরচ করেন না। বাড়িতে আনার পর অবসরে তাঁর হাতে পাল্টে যায় সেগুলোর চেহারা। কেটেকুটে জোড়া লাগিয়ে তৈরি করেন নানা শিল্পকর্ম। এক দিন বসে পড়লেন অডিও ক্যাসেট নিয়ে।
ভেতর থেকে ফিতা টেনে বের করে আনার পরে কায়দা করে সাজিয়ে তৈরি করলেন হরেক প্রতিকৃতি। তবে ফিতাগুলো ক্যাসেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করেন না। শিল্পটা ঠিক কি দিয়ে তৈরি তা বোঝাতে ক্যাসেটটা রেখে দেন এক পাশে।
এরিকার গড়া শিল্পগুলো কোনো না কোনো অনুপ্রেরণার ফসল। সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে গড়েছেন শেকসপিয়রের প্রতিকৃতি।
এক দিন রেস্তোরাঁয় বসে শুনছিলেন জিমি হেন্ড্রিঙ্রে গান। কয়দিন বাদেই ক্যাসেট থেকে বেরিয়ে এলেন জিমি হেন্ড্রিঙ্।
জিমি হেন্ড্রিঙ্
এরিকার ভাষ্যে, হেন্ড্রিঙ্রে প্রতিকৃতিটাই সবচেয়ে বড়। সঙ্গীতজ্ঞ ও সিনেমার শিল্পীদের প্রতিকৃতি গড়াই এরিকার বেশি পছন্দ। এ পর্যন্ত গড়েছেন মেরিলিন মনরো, বব মার্লে, ম্যাডোনা, জন লেনন, অড্রে হেপবার্ন ও বব ডিলানসহ আরো কয়েকজনের মুখাবয়ব।
মারলিন মনেরো
তাঁর শিল্পকর্ম দেখতে কষ্ট করে গ্যালারিতে যাওয়ারও প্রয়োজন পড়ে না। ছবি দেখার ওয়েবসাইট ফ্লিকারে খোঁজ করলেই পাওয়া যাবে এরিকার সৃষ্টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।