আমাদের কথা খুঁজে নিন

   

টেকি পাঠশালাঃ Ian Knot - সবচেয়ে দ্রুত জুতার ফিতা বাঁধার কৌশল

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু Ian Knot কে বলা হয় সবচেয়ে দ্রুত জুতার ফিতা বাঁধার কৌশল। এর উদ্ভাবক অস্ট্রেলিয়ার Ian Fieggen। ১। প্রথম গিঁটটি সাধারণভাবে দিতে হবে। ২।

এরপর ছবির মত করে ডানদিকের ফিতাটি (নীল রঙের) বুড়ো আঙ্গুল ও তর্জনীর মাঝে দিয়ে এবং বামদিকের ফিতাটি (হলুদ রঙের) বুড়ো আঙ্গুল ও তর্জনীর উপর দিয়ে ধরতে হবে। এতে দুটি ফাঁসের মত অংশ তৈরি হবে। ৩। এবার মধ্যমা দিয়ে ডানদিকের ফিতাটির ফাঁসের বাইরের অংশকে বামদিকের ফাঁসের ভেতরে প্রবেশ করাতে হবে। ৪।

একইসাথে বামদিকের ফাঁসটিকে (আগের ধাপে প্রবেশ করানো অংশের উপর দিয়ে) ডানদিকের ফাঁসের ভেতরে প্রবেশ করাতে হবে। (নিচের ছবির মত) ৫। এবার ফাঁসদুটির ভেতর দিয়ে প্রবেশ করানো অংশদুটিকে টান দিতে হবে। ========================= আরো ২টি টেকিপোস্ট মাত্র ২ সেকেন্ডে টি-শার্ট ভাঁজ করা শিখুন (ভিডিও টিউটোরিয়াল সহ) বানিয়ে নিন জুতা/স্যান্ডেল র‌্যাক, একটু অন্যরকম করে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.