আগামী কালের খেলার মধ্যো দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্বকাপ আয়োজন। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের অনেক প্রাপ্তি প্রতাশা ব্যর্থতা মধ্যো দিয়ে শেষ হয়ে যায় ১৬ কোটি মানুষের আশা। এভাবে একের পর এক প্রিয় দল গুলো বিদায় নিতে থাকে। সবাই যখন অন্ধকারে দিকে ছুটছে আর তখন সেই অন্ধকারের মধ্যো থেকে বের হয়ে আসে ২টি আলো আর সেই ২টি আলো নাম হলো শ্রীলঙ্কা এবং ভারত। কে জিতবে সেটা বা এখন নাই বল্লাম, তবে খুব আনন্দের বিষয় হলো আগামী ৪ বছরের জন্য বিশ্বকাপ এশিয়ার কাছে থাকবে।
তাই এশিয়ান দল হিসেবে আমরা চাইবো এবারের বিশ্বকাপ যেন শ্রীলঙ্কা জিতে। তবে যারা ভারতের সাপোর্ট করেন তারা হয়তো বলবে ভারত নয় কেন। এটার উত্তর ও আমার কাছে আছে আর সেটা হলো
১. যদি ভারত বিশ্বকাপ জিতে যায় নব জাত সিদু মত আরো ২/৪ সিদু বের হবে আর বাংলাদেশকে যা ইচ্ছে তা বলবে, বাঙ্গালী হিসেবে কি আপনি তা মেনে নিবেন?
২. ইন্ডিয়ান চ্যানেল খুল্লেই দেখবেন খেলোয়ারদের বিজ্ঞাপন। বাঙ্গালী হয়েও আমরা ইন্ডিয়ান চ্যানেল ভক্ত বিশেষ করে মেয়েরা
৩. আগামী ১বছর পর দেখবেন ধনি বলিউড জগতের নায়ক
৪. আইপিয়েল ফাদে পা দিয়ে বাংলাদেশের অনেক ক্রিকেট খেলোয়ার তার ক্যারিয়ার নষ্ট করবে।
এত কিছু পর ও কি আপনি এখন ইন্ডিয়া সাপোর্ট করবেন।
আরে ভাই পাগল ও তার নিজের বুঝ ভালো বুঝে। তাই এখনো ঘন্টা খানেক সময় আছে আর সময় থাকতে যারা সব কিছু দেখে শুনে বুঝে নিজেকে বদলাতে পারে সেই তো প্রকৃত মানুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।