আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কা দল ঢাকায়

দেশের ক্রিকেটপ্রেমীদের ভাবনায় এখন আইসিসির সভা। ২৮ ও ২৯ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভায় কী হয়, সে দিকেই তাকিয়ে আছেন সবাই। সভায় যদি প্রস্তাব পাস হয়, তাহলে ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্ট খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ। এমন সংকটময় মুহূর্তে যখন বাংলাদেশের ক্রিকেট, তখন বিশেষ নিরাপত্তাব্যবস্থায় গতকাল সকালে ঢাকায় পা রেখেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের নেতৃত্বে ১৫ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দল। মাসব্যাপী সফরে দ্বীপরাষ্ট্র দুটি টেস্ট, দুটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে।

রাজনৈতিক অচলাবস্থায় এক সময় ভেস্তে যেতে বসেছিল সিরিজটি। কিন্তু ভিভিআইপি নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় সিরিজ খেলতে আসেন ম্যাথিউস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেরা। গতকাল পৌনে ১২টায় মিহির লঙ্কায় হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন লঙ্কান ক্রিকেটাররা। নিরাপত্তার জন্য কথা বলেননি লঙ্কান অধিনায়ক ম্যাথিউস। কথা বলেছেন দলের ফিল্ডিং কোচ রুয়ান কালপাগে।

জানিয়েছেন সিরিজ জয়ই টার্গেট, 'আমরা অবশ্যই সিরিজ জয়ের জন্য খেলতে চাই। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো খেলেছি। বাংলাদেশে ভালো করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। ' সিরিজ জয়ের কথা ভাবলেও কালপাগে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন, 'পরিচিত কন্ডিশন বলে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ ক্রিকেট দল। এখানকার আবহাওয়া তাদের পরিচিত।

উইকেট পরিচিত। আমরা ভালো খেলার আশা করছি। তবে সিরিজ অনেক কঠিন হবে বলেই মনে করছি। '

ম্যাথিউস ঢাকায় এসেছেন পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে। ঢাকায় পা রেখেছে ২০১২ সালের এশিয়া কাপের পর।

অবশ্য বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল ২০০৮ সালে। সেবার একটি তিন জাতির ওয়ানডে টুর্নামেন্টও খেলেছিল। গত বছর টাইগাররা সিরিজ খেলেছিল শ্রীলঙ্কায়। সে সিরিজটি ছিল সাফল্যে গাথা। টেস্ট সিরিজ হারলেও ড্র করেছিল গলে।

সেখানে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। এ ছাড়া সেখানেই প্রথম কোনো টেস্টের এক ইনিংসে তিন সেঞ্চুরি করেছিল টাইগাররা। সফরে ড্র করেছিল ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ছিল ১-১ সমতায়। এখন পর্যন্ত দুই দেশ টেস্ট খেলেছে ১৪টি।

ওয়ানডে ৩৩টি ও টি-২০ দুটি। টেস্টে একমাত্র সাফল্য গল টেস্ট ড্র। বাকি ১৩টিই হার। ওয়ানডের মধ্যে জিতেছে মাত্র ৪টি।

সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে।

২৭-৩১ জানুয়ারি প্রথম টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ৪-৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১২ ও ১৪ ফেব্রুয়ারি দুটি টি-২০ চট্টগ্রামে এবং ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে মিরপুরে। সিরিজ খেলে ঢাকায় থেকে যাবে শ্রীলঙ্কা এশিয়া কাপে অংশ নিতে।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।