আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেট, স্টার স্পোর্টস এবং থিম সঙ্গীত.....



প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। অবশ্যই আনন্দের খবর। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে না উঠতে পারলেও ৬টা ম্যাচের মধ্যে ৩টাতে জয়লাভ করেছে--এটাও আনন্দের খবর। সাথে সাথে বেদনার খবরও আছে। যেমনঃ নিজেদের মাঠে ২বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ।

যে ৩টা ম্যাচে হেরেছে বাংলাদেশ তার ২টি হার অত্যন্ত লজ্জাজনক। এছাড়াও আরো আছে--- খেলা হচ্ছে এদেশে কিন্তু প্রতিটা ম্যাচই দেখতে হচ্ছে ভারতের চ্যানেলগুলোতে। গিলতে হচ্ছে ভারতীয়দের (বিশেষ করে সিধু নামের মানসিক রোগীটার) তাচ্ছিল্যভরা মন্তব্য আর জ্ঞানগর্ভ (!) বিশ্লেষণ। মরার উপর খড়ার ঘাঁ এর ব্যাপারটা হলঃ যদি ভারত চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ভারতীয় চ্যানেল দেখা বন্ধ করতেই হবে। সিধুর মত লোকের অভাব হবে না! স্টার স্পোর্টস চ্যানেল এবার হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছে।

তাদের ধারাভাষ্য শুনে এই প্রথমবারের মত মনে হচ্ছে--আমাদের জাফরুল্লাহ শরাফতকে আমরা হয়ত বেশিই কমেডিয়ান বলেছি। কারন ভারতীয় ভাষ্যকাররাও কম যান না। কিছু কিছু শব্দ পুরাই তাব্দা খাওয়ার মত; যেমন-- ঢিমা বল== মানে স্লো বল (বুঝতে আমার বেশ সময় লেগেছে) ভাগ্যশালী== মানে ভাগ্যবান বড়িয়া শট== মানে চমৎকার শট গেমবাজ, বাল্লেবাজের কথা বাদই দিলাম। এরপর থিম সং। বিশ্বকাপের মত একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের থিম সং কিভাবে এত নিম্নমানের (আমার মতে) হয় বুঝতে পারিনা।

জিও খিলাড়ি বাহে! বাহে! কিংবা দে ঘুমাকে! এইসব কথা/লিরিকের মাঝে কি এমন থিম লুকিয়ে আছে তেনারাই হয়ত ভাল বলতে পারবেন। পাড়ার একটা ক্লাবের থিম সং-ও এর চাইতে ভাল হয়। অথচ কে'নানের কন্ঠে গাওয়া বিশ্বকাপ ফুটবলের থিম সং এখনও গুনগুনিয়ে গাই। গিভ মি ফ্রিডম, গিভ মি ফায়ার, গিভ মি রিজন, টেক মি হায়ার.... গানটার মাঝে জীবনের একটা আলাদা আবহ/থিম আছে। সে তুলনায় কোথায় দে ঘুমাকে!! শেষে একটা আরেকটা আনন্দের খবর (দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি!)-- যেই জিতুক বিশ্বকাপ তো আমাদের প্রতিবেশীদের কাছেই থাকছে!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.