ক্রিকেটে ফিক্সিংয়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার রশিদ লতিফ। ১৯৯৪ সালে ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রথম তুলেছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ম্যাচ ফিক্সিং নিয়ে সোচ্চার লতিফ এবার পাকিস্তান দলের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগটা ভালো চোখে দেখছেন না। এর পেছনে ‘ষড়যন্ত্রের’ গন্ধ পাচ্ছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজটি পাতানো ছিল বলে সন্দেহ প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’।
পত্রিকাটির প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সিরিজের তৃতীয় ম্যাচটির কথা। সেন্ট লুসিয়ায় উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয়েছিল টাই দিয়ে। খেলাটি টাই হবে—এই ফলাফলের ওপর নাকি অস্বাভাবিক হারে বাজি ধরেছিলেন জুয়াড়িরা। অভিযোগ উঠেছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিয়েও। সেখানে ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে একটি রানও সংগ্রহ করতে পারেননি দুই পাকিস্তানি ওপেনার।
এ সময়ে আসা পাঁচটি রানই ছিল অতিরিক্ত থেকে পাওয়া। দুটি ম্যাচই আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কর্মকর্তারা তদন্ত করে দেখবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পিসিবির অন্তর্বর্তী চেয়ারম্যান নজম শেঠি ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনকে ‘জঘন্য’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে অভিযোগটা ‘গুরুতর’ হিসেবেই দেখছেন রশিদ লতিফ, ‘এসব গুরুতর অভিযোগ। অবশ্যই ব্যাপারটার তদন্ত হওয়ার দরকার।
পত্রিকাটিকে অবশ্যই তাদের বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে হবে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।