তুরস্কের একটি আদালত আজ সোমবার দেশটির সাবেক সেনাপ্রধানকে ষড়যন্ত্রের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতাকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার উত্খাতের ষড়যন্ত্রের মামলায় তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়। রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগানের সরকারকে উত্খাতের ষড়যন্ত্রের কারণে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ইলকার বাসবাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খবরে বলা হয়, ওই মামলায় ৩০০ জনের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) তিনজন আইনপ্রণেতা রয়েছেন, যাঁদের ১২ থেকে ৩৫ বছর মেয়াদে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।