আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ফেইসবুক স্টেটাস আপডেট এবং notification নিন আপনার মোবাইলে SMS এর মাধ্যমে, সম্পুর্ন ফ্রি (Grameenphone, Robi, Banglalink)

এলোমেলো চিন্তা
মোবাইলে ফেইসবুক স্টেটাস আপডেট এবং notification ফ্রি পেতে পারেন যদি আপনি Grameenphone, Banglalink অথবা Robi ব্যাবহার করেন। প্রথমে আপনাকে মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে- Grameenphone হলে, FB লিখে 2555 নাম্বারে send করুন। Banglalink হলে fb লিখে 32665 নাম্বারে send করুন। Robi হলে reg লিখে 32665 নাম্বারে send করুন। ফিরতি মেসেজে আপনি একটি কোড পাবেন।

(লক্ষ করুন, banglalink এবং robi যেই নাম্বার ব্যাবহার করে তা মনে রাখা খুব সহজ, নাম্বারটি fbook লিখতে যেই যেই বুতাম টিপতে হয় তা 32665. ) এবার ফেইসবুক লগইন করে account> account setting এ যান। এবার সেখানে mobile ট্যাবে ক্লিক করুন। খেয়াল করুন সেখানে একটি অপশন দেওয়া আছে- Already received a confirmation code? এবার সেখানে ক্লিক করে আপনার মেসেজে পাওয়া কোড নাম্বার লিখে confirm এ ক্লিক করুন। এবার আপনার ফেইসবুকে আসা notification পেয়ে যাবেন আপনার মোবাইলে। আপনি কি কি ধরনের notification চাচ্ছেন তা change করে নিতে পারবেন notification ট্যাবে ক্লিক করে।

আপনার মোবাইলে কি কি notification আসবে তা পরিবর্তন করে নিন। আরও চান? আপনার ফেইসবুক ফ্রেন্ডদের স্টেটাস আপডেট নিতে পারবেন আপনার মোবাইলে। পেইজের মাঝামাঝিতে একটি আপশন খেয়াল করুন- Whose status updates should go to my phone? এই বক্সটিতে আপনি যেই ফ্রেন্ডের স্টেটাস নিতে চান তার নাম type করুন, তারপর confirm এ ক্লিক করুন। সব শেষে save preferences এ ক্লিক করুন। এবার এপনি বন্ধুদের স্টেটাস আপডেট পেয়ে যাবেন আপনার মোবাইলে।

আরও চান? আপনি চাইলে আপনার মোবাইল মেসেজ দিয়েই আপনার ফেইসবুক একাউন্ট চালাতে পারবেন। তবে প্রতিটি আউটগোয়িং মেসেজের জন্য আপনাকে ১টাকা করে দিতে হবে। তার জন্য আপনাকে বিশেষ কাজের জন্য বিশেষ মেসেজ লিখতে হবে তারপর send করুন- Grmeenphone আপনার প্রয়োজনের মেসেজ লিখে send করুন 2555 নাম্বারে Banglalink আপনার প্রয়োজনের মেসেজ লিখে send করুন 32665 নাম্বারে Robi আপনার প্রয়োজনের মেসেজ লিখে send করুন 32665 নাম্বারে এবার আপনার মোবাইল আপনাকে জানিয়ে দিবে আপনার ফেইসবুকে আপনার জন্য কি আপেক্ষা করছে!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.