আমাদের কথা খুঁজে নিন

   

শচীনের শততম সেঞ্চুরি নিয়ে ১০০ কোটি রুপির বাজি। বাজির অংকটা ১০,০০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

শচীন টেন্ডুলকার নট আউট ৯৯! তবে কি আজই সেই মাহেন্দ্রক্ষণ? আন্তর্জাতিক ক্রিকেটে মর্ত্যের প্রথম মানুষ হিসাবে শচীন আজ সেঞ্চুরির সেঞ্চুরি করার অবিশ্বাস্য রেকর্ড গড়বেন মোহালিতে? শচীনের সেঞ্চুরির সেঞ্চুরি এই রেকর্ড আজকের খেলায় শেষ পর্যন্ত হবে কি না তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। কিন্তু খেলা শুরুর আগেই রেকর্ড করে বসে আসেন জুয়াড়িরা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে আজকের ম্যাচে সেঞ্চুরির সেঞ্চুরি পূরণ করবেন শচীন- এ নিয়ে বাজির দর উঠেছে ১০০ কোটি রুপি। এর আগে কারো সেঞ্চুরি করা নিয়ে বাজির দর এত বেশি ওঠেনি কখনো। জুয়াড়িদের বিশ্বাস, কোয়ার্টার ফাইনালে আহমেদাবাদে শচীন সেঞ্চুরি মিস করলেও পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে আজকের ম্যাচেই তিনি পেতে যাচ্ছেন শতকের শতক।

জুয়াড়িদের হাঁড়ির খবর হচ্ছে, আজকের ভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও শচীনের সেঞ্চুরি হবে কি হবে না এ নিয়েই তাদের আগ্রহ বেশি। আজকের খেলার ফলাফল নির্ধারণে ভারতের ব্যাটিং লাইন আপ এবং পাকিস্তানের বোলিং লাইন আপ মূল ভূমিকা রাখবে বলে মনে করছেন জুয়াড়িরা। টস জিতে ব্যাটিং নিলে ভারত ২৬৫-২৭৫ রান করতে পারে। আর পাকিস্তান টস জিতে ব্যাটিং নিলে ভারতের দুর্বল বোলিং লাইন আপের কারণে তারা ৩১০ থেকে ৩২০ রান করতে সক্ষম হবে। বিশ্বকাপ চলাকালীন জুয়াড়িরা প্রতিদিন প্রায় ১০০ কোটি রুপি নগদ অর্থ হাত বদল করছে।

আর শুধুমাত্র আজকের ম্যাচকে ঘিরেই প্রায় ৬ হাজার কোটি রুপি বাজি ধরা হয়েছে। এই অর্থ ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লেনদেন হবে। এদিকে ভারতের চেয়ে পাকিস্তানে আজকের ম্যাচের বাজির দর তুলনামূলক বেশি। আনুপাতিক হিসাবে ভারতে বাজির দর ৬২ পয়সা হলে পাকিস্তানে তা ১ রুপি ৫৮ পয়সা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাবশালী জুয়াড়ি ভারতীয় একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, আজকের ম্যাচকে ঘিরে ৬ হাজার কোটি রুপি থেকে ১০ হাজার কোটি রুপি পর্যন্ত বাজির দর উঠা-নামা করতে পারে।

জুয়াড়িদের একটা বড় অংশ গতকাল থেকেই মোহালিতে অবস্থান করছেন। তারা মাঠে বসেই খেলা উপভোগ করবেন এবং পরিস্থিতি মূল্যায়ন করে বাজির দর উঠা-নামা করাবেন। আজকের ম্যাচে শচীন ফিফটি করবেন এমন ধারণায় বিশ্বাসী জুয়াড়িদের চেয়ে সেঞ্চুরি করবেন এমন জুয়াড়ির সংখ্যা প্রায় ৩ গুণ বেশি। জুয়াড়িদের বিষয়ে পুলিশের অপরাধ শাখার যুগ্ম কমিশনার হিমাংশু রায় বলেছেন, জুয়াড়িদের তৎপরতা ও গতিবিধির ওপর তারা সতর্ক দৃষ্টি রাখছেন। সূত্র : বাংলাদেশ নিউজ পেপার


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।