আমাদের কথা খুঁজে নিন

   

এইবার ঠেলা সামলাও.....

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরানের বিরুদ্ধে মামলা.... রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আজ বুধবার পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। ইউনুস সেখ নামের একজন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চিকিত্সক ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আজ দুপুরে পঞ্চগড়ের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম কৃষ্ণকান্ত রায় শুনানি শেষে মৌখিক আদেশে বাদীর আইনজীবীদের মামলাটি নিয়মিত আদালতে দায়েরের পরামর্শ দেন। মামলার আরজিতে বলা হয়েছে, জাতীয় পত্রিকার মাধ্যমে বাদী জানতে পারেন, ইমরান জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ লঙ্ঘন করে সরকারের কোনো প্রজ্ঞাপন ছাড়াই ২ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, সব ধরনের যানবাহন, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন।

তাঁর ঘোষণা অনুযায়ী অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা নিয়ে তাঁর এমন কর্মকাণ্ড একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাদীকে ক্ষুব্ধ করেছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হাফিজ, রীনা পারভীন ও মির্জা নাজমুল ইসলাম কাজল। তথ্য সূত্রঃ Click This Link জাতীয় পার্টির এরশাদ বলেন, ‘দুঃখ হয় শাহবাগ চত্বরের কথা চিন্তা করে।

আমি তরুণ প্রজন্মের প্রশংসা করি। কিন্তু তাঁরা যা করছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের প্রাক্কালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু ছিলেন নির্বাচিত ও অবিসংবাদিত নেতা। তিনি যেটা নির্দেশ দিয়েছিলেন, বাংলার মানুষ রক্ত দিয়ে তা গ্রহণ করেছিলেন। তোমরা কি বঙ্গবন্ধু হয়ে গেছ? তোমরা কি নির্বাচিত নেতা? তোমরা নির্দেশ দাও কীভাবে? এত ধৃষ্টতা ঠিক না।

’ আমার পূর্বের একটি পোষ্ট: কোন সরকার দেশ চালাচ্ছে ....? Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.