অনেক দিন পরে আজ একটু সময় পেলাম। সকালে চোখ মেলেই মনে পরল মগজে কিছু মুল্যহীন রাগ নিয়ে ঘুমাতে গেছিলাম গত রাতে। রাগ গুলো আগে ঝেড়ে বের করলাম মগজ থেকে। ভাবলাম আজ বাসি বাসি দিন কাটাব শুধু নিজের জন্য।
আকাশে মেঘ বাতাসে জল আজ।
বসে বসে ভাবছি আকাশের মনটা এত খারাপ কেন আজ? গড়গড়িয়ে পানি পরেই যাচ্ছে আর আমাকে আরো বেশি আলসিমিতে চেপে ধরছে। কুশনে গাল ঘসে দিনটার বাসি বাসি ভাললাগা অনুভব করি।
অভ্যাস বশত ডুবে যাই আমার ল্যপ্পিতে। বৃস্টির সোদা গন্ধ, সাগরের নোনা স্বাদ, কুশনে গাল রাখা, গাংচিলের কথপকথন, "লা ইসলা বনিতা" আর উড়ো কথা আমাকে দোলা দেয়।
অনুভবে খিদা এসে গোল করে।
সাত সকালে খুব ভাত খেতে ইচ্ছে করল যা কখনও করেনা । ছোট্ট বাটিতে সত্যি সত্যি ভাত নিয়ে ব্যালকনিতে বসি। মেঝেতে গরুর মসৃন চামড়ার উপর পরে থাকা থাকা দু'একটা কালোজিরা খুটে তুলি। সাগরের পানিতে বৃষ্টির পানির নাচ দেখি আনমনে- নোনা জল আর মিঠা জলের মিলন। বাতাসে বৃষ্টির পানির ঘনতায় শহরে যাবার ব্রীজটা চোখ ক্যমেরায় ফোকাসে আসছে না আজ।
ভাবি হু কেয়ারস যখন নোনা আর মিঠার মিলনে মনে আসে অন্য ভাললাগা
অলস হাতে দু'একটা কাজ সারি। টিভিতে রিকি পনটিং এর ক্যপ্টেনশিপ রিজাইন এর প্রেস কন্ফারেন্স ছেড়ে সেই তার কথায় ডুবে যাই। মনে পড়ে আমার প্রিয় একটা গান - "ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা, ডাকছে আমাকে তোমার আকাশ - নীল নির্বাসন। "
সেদিন একজন বলল সে প্রেমে পরেছে কারো একজনের। মনে মনে! সেটা প্লাটনিক।
ভাবি বসে প্লাটনিক ভালবাসা ব্যাপারটা কেমন? মানে কি? শুনতে ভাল লাগে কেউ প্রমে পরেছে কথাটা। খুবই একটা পজিটিভ কথা!! মনে মনে ভাবি কার প্রেমে পরল সে? মন কে বলি "শাট আপ! নট ইওর বিজনেস" ভাবি পরের বার কথা হলে তাকে জিঙ্গেস করব কে সে । মনটা আমার বরই অবাধ্য সবই জানতে ইচ্ছে করে ।
দিন গুনি সে কবে আসছে । আর মাত্র কটা দিন।
বসে বসে ঘুম গুনি তার আসবার পথ চেয়ে। আর ৪ ঘুম পরে সে আসবে আর দেখা হবে তার সাথে ৯ ঘুম পর। কত কিছু মনে মনে প্লান করি কি করব কোথায় নিয়ে যাবো, সাগরের পানিতে বসে গল্প করব ঘন্টা কেটে গেলও........ আরো কত কিছু ভাবি।
উড়ো কথার ঘরের দরজা খুলে একটু পর পর দেখি কিছু এলো কিনা। ভাবি আমি কি অপেক্ষায় আছি? হয়ত, হয়ত নয়।
কিসের অপেক্ষা? ইউটিউন খুলি। Jack Johnson - banana pancakes শুনি। http://www.youtube.com/watch?v=OkyrIRyrRdY গুন গুন করি ওর সাথে ummmm can't you see that it's just raining ....no need to go outside .....uuuuummmmm!
আমি ৪ ঘন্টা এগিয়ে! সোমবার থেকে ২ ঘন্টা যাবো পিছিয়ে ৫ দিনের জন্য। কথা হবে দেখা হবে কত কাছের মানুষদের সাথে ২ ঘন্টা পিছিয়ে গেলেই। অপেক্ষায় আছি অর্চার্ডের ঝলমলে পথে হেটে বেড়ানো বন্ধুদের সাথে।
অকারনে গন্তব্যহীন ভাবে হেটে বেড়ানো। ফকরুদ্দিনের বিড়িয়ানি খাওয়া সবুজ সবুজ কঁাচা মরিচ দঁাতে পিশে জিভে হুহা করা ঝাল অনুভুতি নিয়ে, ইস্ট কোস্টের চিলি ক্রাব - কত কিছু আমার অপেক্ষায় ২ ঘন্টা পেছেনে ।
ওর দেয়া কমলা গোলাপের পানি বদলে দেই। চমৎকার রং ছেড়েছে গোলাপ গুলো আজ। মনে পরে সুন্দর সন্ধ্যা কেটেছে সেদিন সবার সাথে।
ইউটউনে বাজে
http://www.youtube.com/watch?v=ANGWy_b_ovY
Call Me Irresponsible - Michael Buble
আমার ভাললাগা কথা
Michael Bublé - Save The Last Dance
http://www.youtube.com/watch?v=LAjfB0XfjkA
মনে পরে সাম্বা/সালসা ক্লাসের দিন গুলো। আমাদের টিচার ছিলেন রাশান। খুব হ্যান্ডসাম দেখতে দুর্ভাগ্যবশত আমার কোন পার্টনার না থাকায় উনি আমার সাথে নাচতেন । আমাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেঙ্গেচুরে নাচাতেন। আমার অলমোস্ট কিছুই করতে হতোনা, আমি যেন তুলোর মতন ভেসে ভেসে নেচে যেতাম।
Waltz ক্লাসে উনি খুবই রোময়ান্টিক হয়ে যেতেন। আমার নির্লিপ্ত আবেগহীন চোখের দিকে চেয়ে কঠিন কমিউনিকেশেনের চেষ্টা চালাতেন। আর আমিও বোয়াল মাছের মতন পিছলে বেড়িয়ে যেতাম হা হা হা। না উনার প্রমে আমার পরা হয়নি।
অনলাইনে বোনকে দেখে দু'একটা কথা হয় আদান প্রদান।
টিভিতে চলে Ellen
আজ সত্যিই আমার কোন কাজ করতে ইচ্ছে করছে না। শুধু গান শোনা, বৃস্টি দেখা আর আবোল তাবোল ভাল লাগা স্মৃতি খুজে বেড়ানো। আরো একটা ভাল লাগা গান শোনা
Billy Paul - Me & Mrs Jones
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।