আমাদের কথা খুঁজে নিন

   

ভণ্ড ভিখারী



আজকাল বাসে, পথে, ওভার-ব্রীজে, ফুটপাতে, যেখানে-সেখানে ফকীরের আবির্ভাব যেন একটা সাধারন ব্যাপার। হাতকাটা, চোখকানা, বোবা, ন্যাংড়া, বিভিন্ন ভয়াবহ রোগ সহ নানা ভঙ্গিমা ও কৌশল দেখিয়ে পথচলা সরল মনের পথচারীদের কাছে থেকে টাকা নেওয়া তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে। এদের কারো কারো আবার একজন করে সাহায্যকারী থাকে, যাকে সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে নির্দিষ্ট টাকা ধরে দেয়। কেউ কেউ আবার উচ্চপদস্থ ব্যাক্তির দেওয়া নকল সার্টিফিকেট নিয়ে নির্দিষ্ট কোন উপসর্গ দেখিয়ে ভিক্ষা করে বেরায়। এমনই এক ভণ্ড ভিখারির কারসাজি গতকাল দুপুরে রাজধানীর খিলক্ষেত ওভার-ব্রীজের পশ্চিম পার্শ্বে দেখা গেল। বেচারা ন্যাংড়া ফকীর সকাল থেকে ব্রীজের নিচে বসে ভিক্ষা করছিল। পুলিশের মার খেয়ে অবশেষে গুটিয়ে রাখা পা বের করে উঠে দাঁড়ায়। আর জনগনের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।