সিরিয়াস ব্লগিং এর সময় নাই
বাজারের এক হোটেলে বসে আছে মাহবুব আলী . . . উচ্চ ভলিউমে গান বাজছে . . .
'আমি তোমার সাথে ভাব জমাইতাম চাই ওগো রঙ্গিলা বুয়াই . . . আমি তোমার সাথে ভাব জমাইতাম চাই . . . ' আহা হা . . .
আসে পাশের লোকজন চা পরোটা ভাত ইত্যাদি ইত্যাদি খাচ্ছে . . . ইলেকশন সামনে রেখে রাজনৈতিক আলাপ আলোচনায় হোটেল সরগরম . . . এমন সময় মাহবুব আলীর নজর পড়ে এক মহান পীর আউলিয়া দরবেশ(সাবেক গরুচোর) শাহ মাস্তু মিয়ার উপর . . .
দুর থেকে লম্বা সালাম দেয় , ' আসসালামুয়ালাইকুম অয়া রাহ্মাতুল্লাহি অয়া বারাকাতুহু . . . হে হে দাখতর সাব দেকি . . . বালা উলা আসইন?? হে হে . . .' পান খাওয়া দাঁত আর লম্বা খোঁপা বাঁধা দাড়ি দেখে মাহবুব আলী একটু দমে যায় . . . 'বইতাম পারিনি??' . . . বলেই সামনের চেয়ারে বসে পড়ে মাস্তু . . .
গোপন কথা বলার ভঙ্গীতে বলে , ' দাখতর সাব আমি মনে মনে আফনারেউ তুকাইয়ার . . . এখটা বেসেবর মাজে পড়ি গেসি . . .'
মাহবুব আলী ভয়ে ভয়ে জিজ্ঞেস করে , 'কিতা অইসে?' . . .
'দাখতর সাব আমার এখ মুরিদ লন্ডন তনে আইসইন . . . তান গলা বায় বুলে রক্ত পরের . . . আমারে ফোন দিসইন . . . আমি গেলে বুলে তান রুগ বালা ওই যাইব . . . অখন কিতা করতাম দাখতর সাব কউক্কা চাই . . . আমারে এখটা বুদ্ধি দেউক্কা . . . কি খরা . . .' এই বলে চিন্তিত ভঙ্গীতে তাকিয়ে থাকে মাহবুব আলীর দিকে . . .
মাহবুব আলী মজা দেখার জন্য বলে , 'আফনে ইনজেকশন ট্রেক্সিল ৪ তা পানির বোতলো লইন . . . তারবাদে থুরা পানি মিলাইন . . . আফনে গিয়া অউ বতলর পানি মুরিদর সামনে ফু দিয়া আফনার মুরিদরে দিবা . . . আর কইবা এক চামচ করি খাইত তিনবেলা . . . '
ট্রেক্সিল . . . ট্রেক্সিল . . . ট্রেক্সিল . . . জপতে জপতে বিদায় নেয় গরুচোর পীর সাহেব . . .
পরে মাহবুব আলী জানতে পারে পীরের চিকিৎসায় খুশি হয়ে মুরিদ শাহ মাস্তু পীরকে ২২০০০ টাকা উপহার দিয়েছে
বি দ্রঃ ট্রেক্সিল এক প্রকার ঔষধ যা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।