জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ
জীবনে কারো কাছে হাত পাতিনি আজ সামওয্যার ব্লগারদের কাছে হাত পাততে হচ্ছে জীবনের বেশীর ভাগ পথটাই খুব আনন্দে কাটিয়েছি এখন পুরো জীবনটাই থমকে আছে মনে হচ্ছে । এ জীবন আর চলছে না এই মুহূর্তে আমার একটা চাকরি ভীষন প্রয়োজন । ...আমি কোন কাজই তেমন একটা জানিনা । শুধু কম্পিউটার সম্বন্ধে টুকটাক জানা আছে ।
যেমন :- গ্রাফিক্ম ডিজাইন,এমএস ওয়ার্ড , উইনডোজ এক্সপি ,হার্ডডস্কি পার্টিশন ,মোবাইলের সফটওয়্যার এর কাজ কম্পিউটার এর হার্ডওয়্যার এর কাজ ও মোটামুটি জানা আছে আর সফটওয়্যার সম্বন্ধে টুকটাক যতুটুকু জানা দরকার তা মোটামুটি সবই জানা আছে । আমার একটা মোবাইলের দোকান আছে তেজগাঁও, নাখালপাড়াতে । কোন সময়ই চাকরি করার কোন চিন্তা ভাবনা করিনি । এই দোকান দিয়ে এখন আর চলছে না তাই ভাবছি বসে বসে খাওয়ার চেয়ে একটা কিছু করার দরকার । আমি চাকরি করতে চাচ্ছি কোন একটা কম্পিউটার এর দোকান এ।
যে কাজই হোকনা কেন আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই করবো । যদি কোন কম্পিউটার এর দোকানে পিয়ন এর করতেও রাজি আছি বাট অন্য কোন কিছুতে চাকরি করার কোন ইচ্ছা নাই । যাই করি কম্পিউটার লাইনে করবো । এত বড় পোস্ট আমি কোন সময়ই দেইনি আর ও অনেক কিছু বলার ছিল কিন্ত পারছিনা । ভাই কোথাও কোন ভুল হলে ক্ষমা করবেন।
আর যদি কোন সরিদয়বান ব্যাক্তি আমার জন্য একটুও দয়া হয় তাহলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন । নিজে না পারেন পরিচিত কারো কোন কম্পিউটার এর দোকান হলেও আমার জন্য একটা চাকরির চেষ্টা করবেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। ভাল থাকবেন সব সময়.................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।