আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনে আল-কায়দা জঙ্গি হামলায় ৭ সেনা নিহত



ইয়েমেনে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের হামলায় গত রোববার ৭ সেনা নিহত এবং আরও ৪ জন আহত হয়েছে। রাজধানী সানার পূর্বে মারিবে সামরিক যানকে লক্ষ্য করে চালানো এক আক্রমণে ৬ জন নিহত ও ৪ জন আহত হন। মারিবের ২ মাইল উত্তরে সংঘটিত এ আক্রমণে ব্যবহৃত জঙ্গিদের দুটি যান আটক করা হয়েছে বলে এক সেনা মুখপাত্র জানান। মারিবের কুখ্যাত আল-কায়েদা নেতা আয়েদ আল-শাবওয়ানি এ হামলায় নেতৃত্ব দেয় বলে এক আদিবাসী সূত্রে জানা যায়। এদিকে দেশের আবইয়ান প্রদেশের জার শহরের একটি সরকারি ভবন পাহারা দেয়ার সময় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অন্য সেনা নিহত হন বলে এক সেনা কর্মকর্তা জানান। এ এলাকা আল-কায়েদা জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।