আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনে বিমান হামলায় ১২ জঙ্গি নিহত

ইয়েমেনে দক্ষিণাঞ্চলে বিমান হামলায় সন্দেহভাজন আল কায়েদার ১২ জঙ্গি নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তর এ খবর জানায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় সোমবার জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে আবিয়ান প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের বহনকারী একটি গাড়ি লক্ষ করে এই হামলা চালানো হয়। গাড়িটিতে সন্দেহভাজন জঙ্গিরা ছিল।

জানা গেছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন এবং গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

তবে ঠিক কবে, কখন এবং কারা হামলা চালানো হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। কিন্তু ইয়েমেনের জনগণের ধারণা এসব বিমান হামলার অধিকাংশই করে থাকে ড্রোন (যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান) বিমান। তারা জঙ্গিদের বিরুদ্ধে এসব হামলা চালিয়ে থাকে। তবে ঠিক কবে, কখন এবং কারা এই আকাশ হামলা চালানো হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কোনকিছু বলা হয়নি। গত সপ্তায় ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদ্রামওত প্রদেশে এক আকাশ হামলায় আল কায়েদার সন্দেহভাজন তিনজঙ্গি নিহত হন।

চলতি মাসের শুরুর দিকে আবিয়ান প্রদেশেই এক আকাশ হামলায় সন্দেহভাজন আল কায়েদার পাঁচজঙ্গি নিহত হয়েছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।