আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বোমা হামলা

ইয়েমেনের রাজধানী সানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার বাব আল-ইয়ামান শহরে মন্ত্রণালয় ভবনের কাছে ধোয়া উড়তে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ে কর্মদিবস শুরুর পরপরই এক আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ি নিয়ে মন্ত্রণালয়ের ফটক দিয়ে প্রবেশ করে। এ ঘটনার পর আরেকটি গাড়ি থেকে মন্ত্রণালয় লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছেন। এর পরপরই ওই স্থানে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়।

ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আঞ্চলিক বিদ্রোহী বাহিনী ও আল-কায়েদার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। একইসঙ্গে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ও বিভাগ নিয়ন্ত্রণের জন্য লড়াই করতে হচ্ছে তাদের। ২০১১ সালে প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ’র ক্ষমতাচ্যুতির পর থেকেই দেশটি সংকটে রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।