আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনে ড্রোন হামলা, নিহত ৭

নিহতরা সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি বলে রয়টার্সের খবরে জানানো হয়।
ইয়েমেনের স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, শনিবার আল মাহফাদ জেলায় দুটি গাড়িতে চড়ে ওই সাত ব্যক্তি গন্তব্যের দিকে যাচ্ছিলেন, যেখানে  আল কায়েদার শক্ত অবস্থান রয়েছে।
ড্রোন হামলা নিয়ে সমালোচনার মুখে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তার দেশ কোনো ‘গুরুতর হুমকির মুখে’ পড়লেই কেবল ড্রোন হামলা চালানো হবে।
ওবামার ওই বক্তব্যের  নয় দিনের মাথায় ইয়েমেনে এ হামলা হলো।
বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত হওয়ায় তীব্র সমালোচনার মুখে রয়েছে ওবামা প্রশাসন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।