আমাদের কথা খুঁজে নিন

   

জেনে রাখা ভালো-১ কাবিন

আমি আইনের কথা ই শুধু বলবো।

কাবিন অনেকে জানেন না কাবিন কি? কাবিন কেন দিতে হবে? এর তাৎপর্য কি? আসুন একটু জেনে নেই জানা বিষয়টি! ১) কাবিন মুসলিম বিয়ের একটি অন্যতম অপরিহার্য বিষয়, যা ছাড়া বিয়ে হয় না! কাবিন হল বর এর পক্ষ থেকে কনে কে দেওয়ার জন্য নির্ধারিত পরিমান একটা মূল্য, যা তাঁর ইজ্জতের মূল্য হিসাবে পরিঘনিত। ২) এই কাবিনের টাকা বর নিজে বা তাঁর পক্ষে তাঁর পিতা ও দিতে পারেন, এতে দোষের কিছু ই নেই। ৩) কাবিনের টাকা হিসাবে মুল্যবান অলংকার এর মূল্য ও হিসাব করে বাদ দেওয়া যেতে পারে। ৪) বাংলাদেশের আইন হিসাবে আপনি ২৫,০০০ টাকা থেকে শুরু করে যে কোন পরিমান টাকা কাবিন হিসাবে দিতে পারেন।

তবে প্রতি লাখের জন্য সরকারকে আপনার ১০৫০ টাকা কর দিতে হবে। তবে সর্বোচ্চ কর নির্ধারিত। ৫) আপনি বাংলাদেশের আইন মতে কাবিনের যে কোন অংশ দিয়ে ই সংসার শুরু করতে পারেন(অনেকে না দিয়ে ই করেন)। কিন্তু শরিয়াতের কিছু বিধান মতে পুরো টাকা দিয়ে ই সংসার করা উচিত! ৬) কাবিন এর টাকা কনের সম্পূর্ণ অধিকার। এই টাকা থেকে কনে যা ইচ্ছা করতে পারেন।

কনে অবশ্য নিজ থেকে এই টাকা তাঁর বর কে ক্ষমা করে ও দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। ৭) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাবিন কিভাবে নির্ধারণ করবেন? আসুন দেখি কি ভাবে আমরা তা নির্ধারণ করব? ক) কনের পরিবারে মধ্যে সম্প্রতি কারো বিয়ে হলে তাঁর সাথে সঙ্গতি রেখে। খ) কনের মুখশ্রী বিচার করে। গ) কনের শিক্ষাগত যোগ্যতা এবং গুন বিচার করে। ঘ) কনের ফুপুদের বিয়ের কাবিনের সাথে সঙ্গতি রেখে।

ঙ) কনের পারিবারিক অবস্থা বিচার করে। চ) বরের পারিবারিক অবস্থার সাথে সঙ্গতি রেখে। ছ) বরের আয় বিচার করে। ( এটাই সবচে গুরুত্বপূর্ণ) ৮) পরিশেষে বলা ভালো যে, কাবিন ঠিক করার আগেই ভেবে নেবেন যে আপনার সামর্থের সাথে এটা ঠিক আছে কিনা। আশা করি অযথা কাবিনের বোঝা আপনি কাধে নেবেন না।

যা প্রয়োজন তা ই নির্ধারণ করুন, সুখে থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.