আমাদের কথা খুঁজে নিন

   

গণভবনের ইফতারে গ্রেনেড হামলায় আহতরা

মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এই ইফতারে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আতহরাও ছিলেন।
ওই হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের বহু নেতাকর্মী।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন প্রধান বিচারপতি, স্থানীয় সরকারমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান মূখ্য সচিব।
ইফতারের আগে কূটনীতিক, উচ্চ আদালতের বিচারপতি, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এসময় ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা হোসেন পুতুল তার সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।