চলে যাব একদিন.............নিরবে
বর্তমানে ব্লগে ইসলামিক হাদিস কোরআন সর্ম্পকিত কোন লেখা হলে তা নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয় এই কারনে যে এগুলো শুধুমাএ জামাত ইসলামী এবং ছাএশিবির এই ব্লগগুলো লেখে । কিন্তু কোরআন হাদীস শুধুমাএ জামাত ইসলামী এবং ছাএশিবিরের এর বাপ-দাদার সম্পত্তি নয় । যারা কোরআন-হাদীসকে অপব্যবহার করে তারা কখনই সত্তিকারের মুসলমান বা ইসলামিক ব্যক্তি নন। কারন আমার জানা মতে জঙ্গিবাদ,রাজাকার, আত্নঘাতী বোমা হামলা, রগকাটা কোন কিছুই ইসলাম সমর্থন করে না।
আমার অনুরোধ কিছু ব্যক্তির জন্য কোরআন হাদীসকে গালি দেবেন না । আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে কোরআন হাদীসের যায় আসে না । কোরআন হাদীস কোন বেধর্মীকে গালি বা ঘৃণা করেনি বরং ইসলামের আদর্শ দিয়ে জয় করেছে । আমাকেও বিশ্বাস করার দরকার নেই সত্যকারের মেধাবী ইসলামিক ব্যক্তির নিকট হতে জেনে নিবেন সত্যিকারের ইসলাম । দেশপ্রেম ইমানের অঙ্গ । তাহলে রাজাকাররা ইসলামিক হয় কিভাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।