আমাদের কথা খুঁজে নিন

   

কোলকাতার পত্রিকায় মাশরাফি কে নিয়ে বিরুপ মন্তব্য

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বছর কয়েক আগে সৌরভ গাঙ্গুলী কে নিয়ে সারা পশ্চিমবঙ্গে বিক্ষুদ্ধ আন্দোলন হয়েছে যে তাকে যেন ভারতীয় ক্রিকেট দলের মূল একাদশে নেওয়া হয়। সাবেক ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল রীতিমত হাতের মধ্যমা আঙ্গুল দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের দর্শকদের সৌরভ কে কেন্দ্র করে । দিল্লির শিকলে আবদ্ধ পশ্চিমবঙ্গের আফসোসের সীমা নেই যে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক পশ্চিমবঙ্গের ভাল ক্রিকেটার কে ভারতীয় ক্রিকেট বোর্ড জাতীয় দলে স্থান দেয় না। আর আজকে যখন আইপিএল এ বাংলাদেশী বোলার মাশরাফি কে ৬ লাখ মার্কিন ডলারে কোলকাতা নাইট রাইডার্স নিলামে দলে নেয় সেটা নিয়ে কোলকাতার দুটি পত্রিকা নেতিবাচক রিপোর্ট দিয়েছে। Click This Link বোলার হিসেবে মাশরাফি বাংলাদেশ জাতীয় দলে সফল এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতংক।

বাংলাদেশের ব্যাটিং লাইনের ব্যার্থতার জন্য তার বোলিং অবদান কে খাটো করে দেখার কোন অবকাশ নেই। তাকে বর্তমান বিশ্বের টপ টেন তারকা বোলার বলা যায় নিঃসন্দেহে। তা সত্ত্বেও তাকে কোলকাতার আনন্দ বাজার ও আজকাল পত্রিকার নেতিবাচক রিপোর্ট উপরের কথাগুলোকে মনে করিয়ে দেয়। বাংলাদেশের ভাল কোলকাতা নয় পশ্চিমবঙ্গের অনেকেরই যে সহ্য হয় না সেটা আবারও প্রমাণ করল। এই সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলের ক্যাপ্টেন থাকা অবস্থায় তার নেতিবাচক মনোভাবের কারণে বাংলাদেশ দল ভারতে আজ অবধি কোন টেষ্ট ম্যাচ বা সিরিজ খেলতে পারে নি।

দাদাদের হিংসা অনেক যে নিজেদের রাজ্যের কোন নামীদামী ক্রিকেটার নেই সেখানে চোখের সামনে বাংলাদেশের কোন ক্রিকেটারের এত মূল্য দিয়ে নেওয়া সত্যিই প্রচন্ড প্রতিহিংসার বিষয়। একটি ক্রিকেটারের সাফল্য ও ব্যার্থতা হতেই পারে। কিন্তু তার আগেই যদি কোলকাতার পত্র পত্রিকা এমন বিরুপ মন্তব্য করে তা মাশরাফির পারফরমেন্সের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তা এই কারণে আজকাল পত্রিকার কথা বাদ দিলেও আনন্দবাজার বহুল পঠিত পত্রিকার কথা তার অধিকাংশ পাঠকদের মনেরই কথা। তারপরেও আশা করি মাশরাফি কোলকাতা নাইট রাউডার্সের জন্য নিজেকে উজাড় করে খেলে ভাল বোলিং সাফল্য পায় এবং ব্যাটিংও ভাল করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.