আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্টের ' ফতোয়া ' মানি না মানব না ।

আদিম যুগে মানুষ পাথর ঘষে প্রথম আগুন আবিস্কার করেছিল । তারপর থেকে সমাজ-সভ্যতা উন্নতির পথে যাত্রা করেছিলো । এ সম্ভব হয়েছিল আগুনের পজেটিভ ব্যবহারের কারণে । আমি আকিক পাথরের মাধ্যমে সমাজকে নতুন ভাবে আগুন জ্বালানো শিখাতে চাই। যে ধুয়া বিহীন আগুনের আলোতে সমাজ আলেক

ফতোয়া বিরোধী সরকার শেষ পর্যন্ত নিজেই ফতোয়া দিলো হাইকোর্টের মাধ্যমে ।

তাহের কে শহীদের মর্যাদা দিতে হবে। মাননীয় হাইকোট এই মর্যাদা কীভাবে দেয়া। বামপন্থী বিপ্লবী বিজ্ঞানমন্স্ক সমাজতন্ত্রের ধারনা পোষণকারী তাহেরের আত্না এই কথা শুনলে কবর থেকে জেগে উঠবে। সরকার তথা হাইকোর্ট একজন কে হেয় করতে আরেকজনকে এভাবে তৈল মারা শুরু করলো কেনো বুঝলাম না। আমার মতে তাহের তো বাংলা ভাই এবং শায়খ রহমানের চেয়েও ভয়ংকর বিপ্লবী ছিলো ।

তাই বাংলা ভাইদের যেভাবে ফাঁসি দেয়া হয়েছে সেভাবেই তাহেরকে ফাসিঁ দেয়া হয়েছে সময়ের প্রয়োজনে। অবশ্য তাকে আগেই শেখ মুজিব সরকার বরকাস্ত করেছিলো তার বিপ্লবী মনোভাবের কারণে । তাই হাইকোর্টের এই ফতোয়া মানতে পরবো না। অবশ্য কোট নিজেই জানে না এই ফতোয়ার গুরুত্ব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।