িকছুিদন আেগ বাংলাদেশ হাইকোর্ট ‘সংবিধান’ বিষয়ে কতিপয় সাহসী ও যুগান্তকারী রায় প্রদান করেছে। নিিচ্ত ভাবেই এটি একটি ইতিবাচক দিক্। কিন্তু "সময়’ সর্বদা সাহস প্রত্যাশা করেনা আর তাই অনাকাঙ্খিত সাহসের ফলশু্নতিতে "সময়’ কদাচিৎ প্রতিক্রিয়া দেখাতে পারে- যা কিনা দেশের জন্য মঙ্গলজনক হবেনা। বিচার বিভাগ কে পরোক্ষ ভাবে এভাবে রাজনীতির পক্ষভূক্ত করা হলে বিচার বিভাগ বিতর্কিত হতে বাধ্য। সম্ভাব্য জটিলতা ণ্ডলোঃ
১ রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার অশুভ প্রতিযোগীতা
২ সংবিধান সংশোধন প্রক্রিয়ার দীর্ঘসুত্রিতার কারনে সাংবিধানিক সংকট
৩ বাংলাদেশ বিরোধী স্হানীয় ও আন্তর্জাতিক শক্তি অনুপ্রানিত হবে
৪ ‘নেতিবাচক ক্ষমতার কূটকোÎশল’ হিসেবে রাজনৈতিক সংস্কৃতিতে যোগ হবে একটি নতুন পালক
৫ হাইকোর্টের "বিচারক নিয়োগ প্রক্রিয়া’য় চরম নৈরাজ্য দেখা দেবে
পরিশেষেঃ একটি রাষ্ট্রের আইন বিভাগ হচ্ছে রাষ্ট্রের সার্বভোÎমত্তের প্রতীক; বিচার বিভাগের কর্ম পরিধি বৃদ্ধি পেলে জনগনের নিরংকুশ ক্ষমতা হুমকীর মুখে পড়ে। এ অবস্হা কারো কাম্য নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।