রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার পার্থ গোপাল বনিক ও জেলার ফারুক আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার কারণে হাইকোর্ট রুল জারি করেছে। হাইকোর্টের দেয়া জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের নিকট পৌঁছার পরও আসামিদের মুক্তি দিতে দেরি করায় আজ বৃহস্পতিবার এ রুল জারি করা হয়। বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। এ দুজনকে আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে সশরীরে হাজিরের নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্র সংঘর্ষের ঘটনায় শিবিরের ৪০ নেতাকর্মীকে সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার হরা হয়। পরে হাইকোর্ট ৪০ জনকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। কিন্তু কারা কর্তৃপক্ষ এ সংক্রান্ত কাগজ পত্র হাতে পাওয়ার পরও ২০ দিন পর্যন্ত তাদের আটকে রাখে। এ আটকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করলে আজ শুনানি শেষে এ নির্দেশ দেয় আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।