আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তনই উন্নয়নের সোপান

৪২০

মানুষ মরনশীল কথাটি যেমন চিরন্তন সত্য, পৃথিবী পরিবর্তনশীল কথাটি তেমনই ধ্রব সত্য । বক্তব্যটি একটু নিরবে নিভৃতে ভাবলে তা সম্পূর্ণরূপে প্রমাণিতহবে । আজ আমরা যে বিদ্যলয়ের অঙ্গঁনে দাড়িয়ে আছি তাকে নিয়েই ভাবি। হলদিয়া জি. আর. বি. এম. ইনষ্টিটিউশন কালের বিবর্তনের ফলে পরিবর্তিত হয়ে আজ হলদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে। এবার একটু অতীতের দিকে তাকালেই সবকিছু মনে পরে যাবে।

আজকের বিদ্যালয়ের যে রুপ দেকছি তাতে নেই টিনের বারান্দা বিশিষ্ট সেই ভাঙ্গা বিল্ডংটি , নেই টিন ও কাঠের তৈরী পার্টিশন, নেই সেই কাঠের তৈরি ব্ল্যাক বোর্ড, নেই সেই এক পায়ে দাঁড়ানো বৃহৎ কাঠ বাদাম গাছটি, নেই সেই ঝাউ গাছের শন্ শন্ শব্দ, নেই সেই বৃহৎ বৃহৎ লোহার সাতিশ বা ভীমগুলো। নেই পুরনো স্মৃতি বিজরিত ছাদ ভেঙ্গে পড়ার কাহিনী । নেই বিদ্যালয়ের পিছনের ছোট খেলার মাঠটি। সেই পুরনো স্মৃতি বিজরিত অনেক কিছুই আজ আর নেই। সবই বিলুপ্ত প্রায়।

পরিবর্তনের সাথে সাথে নেই সেই প্রতিষ্ঠাতা মহান চার ব্যক্তির নাম ফলকটি। তাই অনুরোধ করবো অন্তত চার ব্যক্তির নাম ফলকটি যেন বিদ্যালয়ের গায়ে শোভা পায়। না হলে বর্তমান বা ভবিষ্যত প্রজন্ম হয়ত একদিন ভুলে যাবে তাদের নামগুলো পরিবর্তন বা উন্নয়ন হোক এটা আমিও চাই কিন্তু এমনটি চাই না, যাদের প্রচেষ্টায় বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুনীর জন্ম হবে, তাতে আমাদের গর্ব হবে। পরিবর্তনই সব কিছুর উন্নয়ন ঘটায় তা শুধু সম্ভব সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় । আমরা হয়ত চিরদিন থাকব না কিন্তূ ভবিষ্যত প্রজন্ম থাকবে, বিদ্যালয় থাকবে ।

বিদ্যালয়কে ভবিষ্যত উন্নয়ন করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য । View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।