আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ১৯টি সর্বাধিক মুল্যে বিক্রিত ফটোগ্রাফ

সত্য সুন্দর,ক্ষমতা ধংসাত্মক,সম্মান অবিনশ্বর কেমন আছেন সবাই। আজকের পোস্টটাও ফটোগ্রাফি বিষয়ক। অন্যদের কথা জানিনা ছবি তুলে খুব বেশি টাকা আয় করতে পারি নাই। মোটে কয়টা ওয়েডিং আর গেটি ইমেজে একটা ছবি সেল হয়েছিল যেটার চেক এখনো ক্যাশ করতে পারি নাই। আমি টাকা কামাইতে পারি আর না পারি দুনিয়াতে অনেক ফটোগ্রাফার আছেন যারা ছবি তুলে এবং সেল করে হুলস্থুল কারবার করে ফেলেছেন।

আজকে কয়েকটা ছবির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই যেগুলো সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছিল। ১. Rhein II by Andreas Gursky – $4, 338.500 in 2011 ফটোগ্রাফার আন্দ্রেস গার্স্কি এই ছবির অনেক এলিমেন্ট মুছে দিয়েছেন কম্পোজিশনের স্বার্থে। ছবিতে মানুষ,কুকুর,বিল্ডিং ছিল যেগুলো মুছে দেওয়া হয়েছে শুধু নদীর ইমেজটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। ২. Cindy Sherman- Untitled #96- $3,890,500 in 2011 এই ছবিটি ১৯৮১ তোলা ফটোগ্রাফারের সেল্ফ পোট্রেট। সিন্ডির টিনেজ কমলা ড্রেসে এই ছবিটি টিনেজ সময়ের অনেক অনুভূতি প্রকাশ করে।

এই ছবির নিলামের প্রেজেন্টেশনের সময় বলা হয়েছিল,"কে এই কিশোরী?সে কি সত্যিকার ভালোবাসার খোজে দিশেহারা নাকি শুধুমাত্র একজন অসহায় ভগ্ন হৃদয় কিশোরী। " ৩. Dead troops talk- Jeff Wall- $3,666,500 in 2012 এই ছবিটা ১৯৮৬ সালের, আফগানিস্তানে। আফগানিস্তানের মকুর নামের এক জায়গায় রেড আর্মির অ্যামবুশের পর তোলা। ৪. 99 cent II Diptychon - $3,346,456 in 2007 এই ছবিটা একটা সুপারমার্কেটের শেলফে রাখা বিভিন্ন প্রডাক্টের ছবি। আমার কাছে এই ছবিটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে কালারের বিভিন্নতা,এলিমেন্ট,কম্পোজিশন সব মিলিয়ে খুবই ইউনিক একটা ছবি।

৫. The Pond-Moonlight- Edward Steichen -$2,928,000 in 2006 এই ছবিটার মাত্র তিনটা ভার্সন আছে এবং সেই আমলের ম্যানুয়াল হ্যান্ড লেয়ারিং এর কারণে প্রত্যেকটা ছবি অপরটা থেকে ভিন্ন। ২০০৬ সালে বিক্রির সময় এ ছবিটা ছিল সবচেয়ে দামি ছবি। ৬. Untitled #153- Cindy Sherman-$2,700,000 in 2010 এইটা সিন্ডি শার্মেনের আরেকটা সেল্ফ পোট্রেট। ৭. Billy the Kid-unknown -$2,300,000 in 2011 এটা আমেরিকার বিলি দ্যা কিড এর একটা পোট্রেট,এটা বিলি দ্যা কিড এর জীবিত অবস্থার একমাত্র ছবি। ফটোগ্রাফার অজানা।

৮. Tobolsk Kremlin- Dimitry Medvedev-$1,750,000 in 2010 এরিয়াল ভিওয়ের ছবিটি রাশিয়ার পূর্ববর্তী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের তোলা। ৯. Nude- Edward Weston-$1,609,000 in 2008 যদিও বিক্রির সময় ছবিটির মূল্য ধরা হয়েছিল $৭০০,০০০ কিন্তু নিলামের দাম হাকানোর সময় বিডারদের মধ্যে নিলামের অন্তর্দ্বন্ধে ছবিটির মূল্য শেষ পর্যন্ত ঠেকে $১৬০৯,০০০ এ গিয়ে। ১০. Georgia O’Keeffe (Hands)-Alfred Stieglitz-$1,470,000 in 2006 আলফ্রেড স্টিগলিজের তোলা ছবিটি তার তোলা আরো ৩০০ ছবির একটি। আলফ্রেড এ ধরণের ছবিগুলোকে আলাদা অঙ্গপ্রত্যঙ্গের পোট্রেট হিসেবে গণ্য করতেন। ১১. Georgia O’Keeffe Nude- Alfred Stieglitz - $1,360,000 in 2006 আলফ্রেড স্টিগলিজের তোলা আরেকটি ছবি।

১২. Untitled(Cowboy)-Richard Prince-$1,248,000-in 2005 ছবিটি স্যাম অ্যাবেলের তোলা পুরনো একটি ছবির রি-ফটোগ্রাফ। স্যাম অ্যাবেলের তোলা ছবিটি নিউ ইয়র্ক টাইমসের জানুয়ারি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ১৩. Dovima with elephants- Richard Avedon-$1,151,976 in 2010 আমেরিকান সুপারমডেল ডভিমার এই ছবিটির দুটো ভার্সন ছিল। দুর্ভাগ্যজনকভাবে ছবিটির অন্য ভার্সনের নেগেটিভটা হারিয়ে যায়। ১৪. Nautilus- Edward Weston-$1,082,500 in 2010 ১৫. One-Peter Lik-$1,000,000 in 2010 প্রথম দেখায় ছবিটিকে ইম্প্রেশনিজম আমলের একটি পেইন্টিং মনে হয়।

অস্ট্রেলিয়ান ফটোগ্রাফের পিটার ছবিটি তুলেছিলেন নিউ হ্যাম্পশায়ারের এক নদী তীর থেকে। ১৬. Untangling-Jeff Wall- $1,000,000 AUD in 2006 ১৭.Joueur d’Órgue-Eugene Atget -$686500 in 2010 এই ছবিটি কিন্তু আমাদের পরিচিত অন্যান্য ছবির মতো ড্রাই ফিল্মে তোলা নয়। এটা জেলাটিন সিলভার ক্লোরাইডে তোলা হয়েছিল। ১৮. Andy Warhol- Robert Mapplethorpe -$643,200 in 2006 আমেরিকান পপ আর্টিস্ট অ্যান্ডি ওয়ারহোলের ছবি। রবার্ট ম্যাপলথর্পের শক্তিশালী দিক হলো বিখ্যাত ব্যাক্তিদের পোর্টেট।

১৯.Moonrise, Hernandez, New Mexico-Ansel Adams-$609,600 in 2006 আমার পছন্দের ফটোগ্রাফারদের মধ্যে অন্যতম অ্যানসেল অ্যাডাম ছবিটির প্রায় ১৩০০ প্রিন্ট করেছিলেন। ছবিটিতে যেহেতু সময়ের নির্দিষ্ট কোনো উল্লেখ ছিলনা তাই ধরে নেওয়া হয় ছবিটি তোলা ১৯৪০-১৯৪৪ এর মধ্যে। বাংলাদেশের ফটোগ্রাফারদের মধ্যে ক্যাচ দ্যা ড্রিম এর ছবি বিক্রি হয়েছিল বেশ অনেক দামে। আর সমসাময়িক কারো বিক্রিত ছবির কথা এই মুহুর্তে মনে পড়ছেনা। হ্যাপি ফটোগ্রাফি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.