যুদ্ধাপরাধীদের বিচার চাই
সম্পত্তি দখলের জন্য ছাত্রলীগ নেতার হুমকি ও নির্যাতনের মুখে দিশেহারা এক নারী অনলাইন অ্যাক্টিভিস্ট এর পরিবার। অনলাইন জগতে সোচ্চার কন্ঠ এই নারীর খালাতো ভাই ছাত্রলীগ নেতা, প্রতিদিন সম্পত্তি দখলের জন্য এই পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে।
অনলাইন জগতে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর এক নারী অনলাইন এক্টিভিস্ট আজ নিজেই শিকার হচ্ছেন এক ভয়াবহ অন্যায়ের। ঐ নারী অনলাইন এক্টিভিস্ট এর গ্রামের বাড়ি চাঁদপুর, মৈশাদী, ওয়ার্ড নং ৬; নিপীড়িত ঐ পরিবারের সাথে কথা বলে জানা গেল সেই ছাত্রলীগ নেতার নির্যাতনের কাহিনী। জমি দখলকারী ব্যক্তি ঐ নারী এক্টিভিস্ট এর খালাতো ভাই।
সে স্থানীয় ছাত্রলীগ নেতা। তাকে সহায়তাকারী অন্য নেতারা মিজান শেখ, জসিম পাটোয়ারি।
ঐ নারী জানান, তার খালাতো ভাই নানাভাবে সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে। তার সহায়তাকারী মিজান শেখ সরাসরি ফোন করে হুমকি দিচ্ছে। পরিবারের কর্তা সহ অন্যদের মারধরও করেছে।
আইনানুযায়ী ঐ ছাত্রলীগ নেতা কোন সম্পত্তির অংশীদার না হলেও বাধ্য হয়ে ঐ নারী এক্টিভিস্ট এর মা ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ সম্পত্তি ঐ ছাত্রলীগ নেতাকে দিয়ে দিয়েছেন।
কিন্তু তবু বাকি সম্পত্তির জন্য সে নানাভাবে ঐ পরিবারের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের বাড়িঘরে ভাঙচুরও চালিয়েছে। ঐ নারী এক্টিভিস্ট এর পরিবার বহুদিন ধরে একটি পাকা বাড়ি নির্মানের চেষ্টা করলেও ছাত্রলীগ নেতার অত্যাচারে তা সম্ভব হচ্ছে না।
এই ব্যাপারে ঐ অনলাইন এক্টিভিস্ট জানান, গত বছর ঐ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছিল তার পরিবার।
কিন্তু ঐ নেতার ভয়ে সেবার মামলায় গ্রামের কেউ সাক্ষী দিতে না আসায় তার কোন শাস্তি হয়নি। ছাত্রলীগ নেতাদের ক্রমাগত হুমকির মুখে এখন অন্ধকার দেখছে ওই পরিবার। শেষ সম্বল ভিটেবাড়িটিও হাতছাড়া হবার ভয়ে এখন দিন কাটছে এই পরিবারের।
অপরাজিতা/শুভ্রা.
http://aparajitanews.com/?p=4395
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।