আমাদের কথা খুঁজে নিন

   

এনিমেশন মুভি: ডক্টর স্ট্রেন্জ: দ্য সসরার্স সুপ্রীম

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

মার্ভেল কমিকস এর এক জনপ্রিয় সুপার হিরো ক্যারেকটারের নাম হল ডক্টর স্ট্রেন্জ। জাদু বিদ্যা ব্যবহার করে সে এই পৃথিবীকে নানা রকম অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। সেই কমিক সিরিজ নিয়েই একটি এনিমেশন মুভি বার হয় ২০০৭ এ। তবে সেটা কবে যে দেখেছি সেটা মনে করতে পারছি না।

কাহিনীর মূল বিষয জাদুবিদ্যা হলেও সেখানে মানুষ এর জীবনের গুরুত্বপুর্ন কিছু দিক উঠে এসেছে বলে আমার মনে হয়েছে। ডক্টর স্টেফান স্ট্রেন্জ একজন নিউরোসার্জন। অসম্ভব দক্ষ বলে জগতবিখ্যাত। কিন্তু তার মুখে কেবল টাকা ছাড়া আর কোন কথা নেই। মোটা টাকা ছাড়া কোন অপারেশনে হাত দেবে না সে।

পুরনো বন্ধুর কাছ থেকে একদিন সাহায্যের আবেদন আসে। বন্ধুত্বের খাতিরে দেখা করতে যায় সে। সেখানে দেখতে পায় সারি সারি বেডে শোয়া শত শত শিশু। সবাই কোমায়। কেউ বুঝতে পারে না কি সমসা।

নিউরো সার্জন স্ট্রেন্জ সাহায্য করতে পারবে এটাই আশা করে সবাই। কিন্তু অস্বীকৃতি জানায় সে। বলে, কাজটা তার পছন্দ হচ্ছে না! চলে আসবার পথে একটি ঘটনা তার সারা জীবন এবং একই সাথে সারা পৃথিবীর নিয়তি বদলে দেয়। আর বলব না। বাকিটা সবাই দেখে নেন।

কেন ভাল লেগেছে সেটা বলতে গেল বলব, এখানে মানুষের জীবনের কিছু প্রশ্ন ও তার উত্তর তুলে ধরার চেষ্টা করা হয়েছে জাদুবিদ্যা, একশন ও এডভেঞ্চার পাশাপাশি। এমন একটা সময়ে মুভিটা দেখি আমি, কিছু জিনিস নিয়ে প্রচন্ড দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলাম। এই মুভিটা সে সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমাকে। এছাড়া এই মুভির একটা বক্তব্য আমার চমৎকার লেগেছে। এক জায়গায় বলা হয, ক্ষমতা তার হাতেই নিরাপদ, যে এটা চায় না।

কেবল মাত্র সেই এর নিরপেক্স ব্যবহার করতে পারবে। কারন সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাবে না। আশা করি আমাকে মুভিটা যেভাবে সাহায্য করেছে, আর কাউকেও সেভাবেই সাহায্য করবে। ভাল টরেন্ট পেলাম না। Click This Link Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.