আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিন আফ্রিকা কি আসলেই চোকার্স ??? প্রশ্নটা বার বার ঘুরপাক খাচ্ছে !!!

If you wish to change the world, change yourself first

বুঝলাম না !!! কি হল দক্ষিন আফ্রিকার ???? বার বার তারা ২ রাউন্ডে গেলেই হোচট খাচ্ছে !!! কিন্তু কারন কি ??? তাহলে কি দক্ষিন আফ্রিকা আসলেই চোকার্সদের অন্তভূক্ত ??? না হলে প্রাথমিক পর্বে ভারত , বাংলাদেশ, ওঃ ইন্ডিজ আর আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডকে হারিয়ে যেভাবে শুরু করেছিলো সবাই তো ধরেই নিয়েছিলো অন্তত এই বিশ্বকাপে তারা এই চোকার্স উপাধি ঝেঢ়ে ফেলবে। কারন গত বছর ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালের দল হিসেবে পরিচিত স্পেন প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়ে তাদের অতীতের সকল গ্লানি মুছে ফেলতে সক্ষম হয়েছিলো (যাদের অতীতে বলা হতো "সেমিফাইনালের দল" !!!)। তাই ক্রিকেট বোদ্ধারা ভেবেছিলো দঃ আফ্রিকাও হয়তো তেমনটি করতে যাচ্ছে, কারন ইতিহাসের অন্যতম শক্তিশালি দল নিয়ে তারা এই বিশ্বকাপে যাত্রা শুরু করেছিলো। কিন্তু আজকের ম্যাচের ফলাফল দেখে মনে হচ্ছে চোকার্স উপাধি এত সহজে তারা মুছতে সক্ষম হবে না বলেই মনে হয় !!! এই বিশ্বকাপ এইবারও তাদের জন্য ট্রজেডী হয়ে রইলো !!!! জানি না কবে তারা এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.