আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী ললনাদের আফ্রিদি প্রীতিঃ এরাও কী তাকে হৃদয়ে স্থান দিয়েছেন?

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
আমাদের নতুন প্রজন্মের স্বদেশ প্রীতি এবং তথা কথিত মডার্ণ হবার নিলর্জ প্রকাশ দেখে শুধু হতাশ না লজ্জিত হয়েছি। পাকিস্তানিদের হাতে লাঞ্ছিত হবার মাত্র ৪০ বছরে সব কিছু ভুলে যাবার লজ্জায় লজ্জিত। পাকিস্তানিরা আমাদের নীচু শ্রেনীর প্রাণী ভাবত। স্বাধীনতা যু্দ্ধে যে পাকিস্তানী হায়নারা আমাদের মা'বোনদের ধর্ষণ করে হাজার হাজার জারজ শীশুর জন্ম দিয়েছিল তাঁরাদের পরবর্তী প্রজন্মকে আমরা আমাদের হৃদয়ে যায়গা করে দিয়েছি। হৃদয়ে লিখেছি আফ্রিদির নাম।

জানি অনেকে বলব্নে তারাতো কোন দোষ করে নাই আর ভালোবাসা কোন প্রাচীরে আবদ্ধ নয়। তাই বলে আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ এভাবে শোধ দিতে হবে? যে পাকিস্তানিরা আমাদের মা বোনদের ধর্ষন করেছে, আমাদের মা, বাবা, ভাই, বোনদের হত্যা করেছে - তাদেরকে ভালবেসে আমরা তাদের জয়গান করি, তাদের পতাকা হাতে নৃত্য করি! তাদেরকে আমরা হৃদয়ে লালন করি, কামনা প্রকাশ করি। কি নিলর্জ বেহায়ার বহিঃপ্রকাশ। আসলেই আমাদের লজ্জা নাই। ঘৃনা নাই।

একবারও কী তাদের মনে দেশপ্রেম জাগ্রত হয় না? একবারও কী ভেবে দেখেছেন স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীরা আমাদের প্রতি যে অমানুষিক নির্যাতন ও মানবতা বিরোধী কাজ করেছে তা যদি আমরা করতাম তা হলে পাকিস্তানিরা আমাদের উপর কোন ধরণের ব্যবহার করতো। ধিক তোমাদের শত ধিক এভাবে তোমাদের লালশা, কামনা সস্তায় পাকিস্তানীদের কাছে বিকিয়ে দেবার জন্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.