আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম হূদ্যন্ত্র প্রতিস্থাপন করলেন মার্কিন বিজ্ঞানীরা



যুক্তরাষ্ট্রের দুই শল্যবিদ মানবদেহে সার্বক্ষণিক রক্ত সঞ্চালনে সক্ষম কৃত্রিম হূদ্যন্ত্র (হার্ট) প্রতিস্থাপনে সফল হয়েছেন। টেক্সাসের হিউস্টনে ক্রেইগ এ লুইস (৫৫) নামের এক রোগীর বুকে এই কৃত্রিম হূদ্যন্ত্র বসানো হয়। টেক্সাস হার্ট ইনস্টিটিউটে (টিএইচআই) কর্মরত ওই দুই শল্যবিদ হলেন বাড ফ্রেইজার ও বিলি চোন। টিএইচআইয়ের প্রতিষ্ঠাতা ডেন্টন এ কুলে গত বুধবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ খবর জানান। তিনি বলেন, শল্যবিদেরা ১০ মার্চ লুইসের অকেজো হূদ্যন্ত্রটি খুলে সেখানে কৃত্রিম হূদ্যন্ত্র বসিয়ে দেন।

ওই হূদ্যন্ত্রে দুটো সূক্ষ্ম টারবাইন বসানো রয়েছে। টারবাইন দুটি প্রতি মিনিটে কয়েক হাজারবার ঘুরে হূদ্যন্ত্রের স্বাভাবিক রক্ত সঞ্চালনের ক্ষমতা ধরে রাখে। তিনি বলেছেন, হূৎস্পন্দনের স্বাভাবিক গতি ধরে রাখতে কৃত্রিম হূদ্যন্ত্রকে দিনে অবশ্যই এক লাখ বার স্পন্দিত হতে হবে। সে হিসাবে বছরে তাকে স্পন্দিত হতে হবে সাড়ে তিন কোটি বার। চিকিৎসকেরা বলেছেন, ক্রেইগ এ লুইসের হূদ্যন্ত্র পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছিল।

তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু কৃত্রিম হূদ্যন্ত্র বসানোর পর তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পিটিআই অনলাইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।