আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় (make ur Firefox more friendly)

...........................
ব্রাউজিংয়ের জগতে ফায়ারফক্স ব্রাউজার এখন তুমুল জনপ্রিয় । দিন দিন এর ব্যবহার বাড়ছেই । ব্রাউজিংয়ের জন্য আরো অনেক ব্রাউজার রয়েছে যার মধ্যে একমাত্র মজিলা ফায়ারফক্স-ই মাইক্রাসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার কে সত্যিকারের চ্যালেন্জ জানাতে সক্ষম হয়েছে । অল্প সময়েই যা বর্তমানে ব্রাউজারের জগতে ২২.৯৮ শতাংশ স্থান দখল করে নিয়েছে যা কিছুদিন আগেও ৫-১০ শতাংশ ছিলনা। অনেকেই এখন অন্য ব্রাউজার ছেড়ে ফায়ারফক্স ব্যবহারের দিকে ঝুকছেন ।

তার প্রধান কারন ফায়ারফক্সের দ্রুতগতি এবং নিরপত্তা এবং প্রচুর এ্যাড অনস । আসুন জেনে নেয়া যাক কিভাবে ফায়ারফক্স এর গতি আরো বাড়ানো যায় তার উপায় : ১) পাইপলাইনিং এনাবল করুন সাধারনত ওয়েব পেজ এর জন্য ব্রাউজার একসাথে একটি মাত্র অনুরাধ গ্রহন করে । যখন আপনি পাইপলাইনিং এনাবল করবেন তখন আপনার ব্রাউজার একসাথে অনেক গুলো অনুরোধ গ্রহন করবে । যা পেজ লোডিং গতি বাড়িয়ে দেবে । ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন : about:config তারপর এন্টার দিন ।

বড় করে দেখতে Click This Link একটি সতর্ক বার্তা আসবে । I`l be careful, I promise ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসলে সেখানে নিচের লাইনগুলো বের করুন। network.http.pipelining network.http.proxy.pipelining network.http.pipelining.maxrequests তারপর নিচের চিত্র অনুযায়ী সেট করুন । বড় করে দেখতে Click This Link Set "network.http.pipelining" to "true" Set "network.http.proxy.pipelining" to "true" Set "network.http.pipelining.maxrequests" to some number like 30. যার অর্থ এটা একসাথে ৩০ টি রিকোয়েষ্ট করবে ।

আপনি আপনার ইচ্ছামতো এই ভ্যালু সেট করতে পারেন । সবার শেষে উইন্ডো এর যে কোন জায়গায় মাইস এর রাইট ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু "0" দিন। যা ব্রাউজারের ইনফরমেশন রিসিভ দ্রুত করবে । এখন ব্রাউজার রিষ্টার্ট করুন । আপনার কানেকশন যদি হয় ব্রডব্যান্ড তাহলে আরো দ্রুতগতিতে পেজ লোড হবে ।

২) পেজ লোড রেন্ডারিং সাধারনত ভারী ওয়েব পেজ ডাউনলোত হতে কিছুটা সময় লাগে । ততক্ষন পর্যন্ত আপনাকে ওয়েটিং এ থাকতে হয় । কিন্তু অহেতুক অপেক্ষা করার প্রয়োজন নেই। কারন পেজ লোড রেন্ডারিং প্রতি ০.১২ সেকেন্ডে যা কনটেন্ট ডাউনলোড হচ্ছে তা আপনাকে প্রদর্শন করবে । ফলে আপনার মূল্যবান সময় বাঁচবে ।

এড্রেস বারে about:config টাইপ করে এন্টার দিন । যে কোন জায়গায় রাইট ক্লিক করুন । New > Integer খালি বক্সে content.notify.interval টাইপ করে OK করুন । অতপর 500000 সেট করে OK করে বেরিয়ে আসুন । তারপর আবরো রাইট ক্লিক করে New > Boolean সিলেক্ট করে content.notify.ontimer নাম দিন ।

এবং True সিলেক্ট করে কাজ শেষ করুন । ৩) ব্লক ফ্লাশ আজকাল প্রায় সব ওয়েবপেজেই ফ্লাশ কনটেন্ট রয়েছে যার বেশীরভাগই অপ্রোজনীয় । যা আপনার ব্রাউজারের গতি অনেকটাই কমিয়ে দেয় । এসব অপ্রাজনীয় ফ্লাশ কনটেন্ট ব্লক করতে Flashblock ( http://flashblock.mozdev.org/ ) নামের কনটেন্টটি ইনষ্টল করুন । যদি কোন ফ্লাশ কনটেন্ট অপ্রোজনীয় মনে না হয় তাহলে যেখানে ফ্লাশ কনটেন্ট টি রয়েছে সেখানে ক্লিক করলে সেটি আপনি দেখতে পাবেন ।

৪) ব্রাউজারের ক্যাশ বৃদ্ধি /কমানো যখন ওয়েব সাইট ব্রাউজ করা হয় ফায়ারফক্স সেই সাইট এর ইমেজ এবং স্ক্রিপ্ট নিজের লোকাল মেমোরী ক্যাশ এ সংরক্ষন করে । যার ফলে সেই সাইট দ্রুত লোড হয় । যদি আপনার RAM (2 GB of more) হয় তাহলে আপনার ব্রাউজার ক্যাশ মেমোরি বাড়িয়ে নিন । about:config টাইপ করে এন্টার দিন । browser.cache.memory.capacity খুজে বের করে ভ্যালু 65536 সেট করে OK করে ফায়ারফক্স রিস্টার্ট দিন ।

ডিফল্ট হিসেবে এই মান 50000 দেয়া থাকে । যাদের RAM (512 MB or 1 GB ) তারা ভ্যালু কমিয়ে 15000 করে OK করুন । ৫) ইনষ্টল Fasterfox ওয়েব পেজ দ্রুত লোড না হলে খুব বিরক্তিকর এবং মূল্যবান সময় নষ্ট । আপনি Fasterfox (http://fasterfox.mozdev.org/) নামের এক্সটেনশনটি ইনষ্টল করে বাউজারের গতি অনেকটা বাড়িয়ে নিতে পারেন । এ এক্সটেনশনটির সাহয্যে অনেক গুলো নেটওয়ার্কিং এবং রেন্ডারিং সেটিংস যেমন simultaneous connections , pipelining , cache, DNS cache, and initial paint delay ইত্যাদি নিয়ে স্বয়ংক্রিয় কাজ করতে পারবেন ।

Fasterfox না থাকলে অনেক কাজই আপনাকে ম্যানুয়লী সেটিংস করতে হত । ৬) স্বয়ংক্রিয় পেজ লোড বড় করে দেখতে Click This Link আমরা যখন কোন কিছু সার্চ দেই তখন হাজার হাজার সার্চ রেজাল্ট আসে অনেক পেজ জুড়ে । ফলে আমাদের কে সার্চ রেজাল্ট এর জন্য এক পেজ থেকে অন্য পেজে তথ্য খুঁজতে হয় । যা সময়ের ব্যাপার । যদি এমন হয় সার্চ রেজাল্ট এর একটি পেজ চেক করার সময় পরবর্তী পেজ স্বয়ক্রিয় ভাবে লোড হয়ে যায় তাহলে আপনার সার্চ ব্রাউজিং অনেক দ্রুত হবে ।

এবং আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে । এই চমৎকার সুবিধাটি পাবেন Autopager ( Click This Link ) নামক এক্সটেনশন থেকে । আপনি স্ক্রল করে নিচের দিকে নামলেই একটার পর একটা পেজ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হতে থাকবে । এই এক্সটেনশটি গুগল সহ প্রায় সব ওয়েব সাইটেই কাজ করে । ৭) শর্টকাট মেথড জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স বাউজারেরর অনেক কিবোর্ড শর্টকাট রয়েছে যা ব্যবহারে আপনি দ্রুত আপনার কার্য সম্পন্ন করতে পারবেন ।

ফলে একদিকে যেমন আপনার সময় সাশ্রয় হবে তেমনি আপনি পরিনত হবেন "পাওয়ার ইউজারে" । নিচে তেমনই কিছু ফায়ারফক্সের কিছু কিবোর্ড শর্টকাট দেয়া হলো । Ctrl-D = Add bookmark Backspace = Back Ctrl-B = Bookmarks Ctrl-I = Bookmarks F7 = Caret Browsing Ctrl-W = Close Tab Ctrl-F4 = Close Tab Ctrl-Shift-W = Close Window Alt-F4 = Close Window Ctrl-Enter = Add .com to address bar Shift-Enter = Add .net to address bar Ctrl-Shift-Enter = Add .org to address bar Ctrl-C = Copy Ctrl-X = Cut Ctrl-- = Shrink text Delete = Delete Shift-Delete = Delete Individual Form AutoComplete Entry Ctrl-Shift-I = DOM Inspector Ctrl-J = Downloads Ctrl-G = Find Again F3 = Find Again ‘ = Find As You Type Link / = Find As You Type Text Ctrl-Shift-G = Find Previous Shift-F3 = Find Previous Ctrl-F = Find in This Page Shift-Backspace = Forward Alt-Enter = Forward Down Arrow = Scroll Down Up Arrow = Scroll Up Page Down = Scroll Down really fast Page Up = Scroll Up really fast End = Go to Bottom of Page Home = Go to Top of Page F11 = Full Screen F1 = Help Ctrl-H = History Alt-Home = Go to your homepage Ctrl-+ = Enlarge text F6 = Move to Next Frame Shift-F6 = Move to Previous Frame Ctrl-M = New Mail Message Ctrl-T = New Tab Ctrl-Tab = Next Tab Ctrl-Page Down = Next Tab Ctrl-N = New Window Ctrl-O = Open File Enter = Activate selected hyperlink Ctrl-Enter = Open selected hyperlink in a new window Shift-Enter = Open selected hyperlink in a new window Alt-Enter = Open address in address bar in a new tab Ctrl-U = Page source Ctrl-V = Paste Ctrl-Shift-Tab = Previous Tab Ctrl-Page Up = Previous Tab Ctrl-P = Print Ctrl-Shift-Z = Redo Ctrl-Y = Redo F5 = Refresh Ctrl-R = Refresh Ctrl-F5 = SuperRefresh (refreshes the page even if no changes have been made to the page since you last loaded it) Ctrl-Shift-R = SuperRefresh (refreshes the page even if no changes have been made to the page since you last loaded it) Ctrl-0 = Restore text size Ctrl-S = Save Page As Alt-Enter = Save target of selected hyperlink as Ctrl-A = Select All Ctrl-L = Select Location Bar Alt-D = Select Location Bar Down Arrow = Select Next AutoComplete entry in textbox Up Arrow = Select Previous AutoComplete entry in textbox Ctrl-Down Arrow = Select Next Search Engine in Search Bar Ctrl-Up Arrow = Select Previous Search Engine in Search Bar Ctrl-1 = Select first tab Ctrl-2 = Select second tab Ctrl-3 = Select third tab Ctrl-4 = Select fourth tab Ctrl-5 = Select fifth tab Ctrl-6 = Select sixth tab Ctrl-7 = Select seventh tab Ctrl-8 = Select eighth tab Ctrl-9 = Select ninth tab Escape = Stop loading a page Ctrl-Z = Undo Ctrl-K = Web Search (এইটা একটা কপি পেষ্ট পোষ্ট)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.