ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
মজিলা ফায়ারফক্স ব্যবহার করি সে ২০০৩ থেকে.....চোখ বন্ধ করে এটা সবচেয়ে বেষ্ট ব্রাউজার বলে দেওয়া যায়....আমার ব্যবহৃত আ্যডঅন গুলো শেয়ার করলাম আজকে...
আ্যডব্লক প্লাস
ফায়ারফক্সের অন্যতম জনপ্রিয় আ্যড অন এটি....ব্লক কর দিতে পারবেন যে কোন আ্যড..শুধুমাত্র এটি ব্যবহার করেই বহুগুণ বাড়িয়ে নেওয়া যায় ব্রাউজিং স্পিড (আ্যড লোড হবার জন্য প্রচুর ব্যান্ডউইডথ খায়)...এটার সাথে অবশ্যই নামিয়ে নিবেন এলিমেন্ট ব্লকার ...যেসব আ্যড নিজে থেকে বন্ধ হয় হয় না ম্যানুয়ালি তাদের ব্লক করার জন্য..
লাস্ট পাস পাসওয়ার্ড ম্যানেজার
ফায়ারফক্সে ডিফল্ট একটা পাসওয়ার্ড ম্যানেজার আছে...যেকোন সাইটর আইডি-পাস মনে রাখতে পারে...কিন্তু সেটা ব্যবহার করে স্বস্তি পাচ্ছিলাম..... লাস্টপাস হচ্ছে অনেক বেশি কাস্টোমাইজেবল এবং শক্তিশালি পাসওয়ার্ড ম্যানেজার...অটো লগিন...মাল্টিপল প্রফাইল ছাড়া এটি দিয়ে যেকোন ফিলেবল ফর্ম করে ফেলা যায় নিমিষেই!
ফাস্ট ডায়াল
চমৎকার ভিজ্যুয়াল বুকমার্ক আ্যডঅন ফাস্ট ডায়াল ...সহজেই যেতে পারবেন নিজের প্রিয় সাইটে...আছে নানারকম কাস্টোমাইজেশন সুবিধা।
ফায়ার শট
খুব সহজেই যেকোন সাইটর স্ক্রিণ প্রিন্ট নেবার আ্যডঅন ফায়ার শট ...নিতে পারবেন পুরো সাইটের স্ক্রিণশট এক নিমিষেই....সাথে আছে নানা রকম এডিট করার সুবিধা।
গ্রীস মাংকি
মূলত মেগাআপলোডের মুভি সরাসরি স্ট্রিম করার জন্যই এই আ্যড অনটি ব্যবহার করি....
নীচের আ্যডঅন গুলো আপাতত বন্ধ করা আছে
স্ক্রিপ স্ক্রিণ
ডাউনলোড সাইটগুলোর ওয়েটিং টাইম বাইপাস করার অসাধারণ আ্যড অন এটি ....
নো স্ক্রিপ্ট
সেফ ওয়েব সাফিং এর জন্য এর তুলনা নেই ...যেকোন সাইটের যেকোন স্ক্রিপ্ট বাই ডিফল্ট এটা ব্লক করে দেয়...তবে বিভিন্ন সাইটেই প্রচুর স্ক্রিপ্টের আনাগোনা বলে এটাকে আপাতত: ডিজেবল করে রেখেছি...
এছাড়া পরীক্ষামূলক অনেক আ্যড অনই ব্যবহার করা হয়েছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।