আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সের কিছু জসিলা এডন

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

ফায়ারফক্স ব্যাবহার না করলে জানতামও না একটা সফটওয়ারকে এমন ভাবে মনের মত রং দিয়া রাঙানো যায়! আসেন, ফায়ার ফক্সের কিছু দরকারী এডন গুলা চেখে দেখি। প্রথমেই নামায় নেই ফায়ার ফক্স ৩.৫ যেটা ৩.০ এর চেয়ে বেশী স্পিডি (ওদের কথায় বলি নাই, আমার নিজের অভিজ্ঞতা) Click This Link এডব্লক প্লাস এই এডনটা দিয়ে আপনি বিভিন্ন সাইটের বিজ্ঞাপন গুলো হাইড করে ফেলতে পারেন। ফলে আপনার মূল্যবান ব্যান্ডউইথ বেচে যাবে। অযথা "এনলার্জ ইউর পেনিস" টাইপের বিজ্ঞাপন দেখা লাগবে না। ও, হ্যা, ভালো কথা...সামহোয়ারের লাল একটেলও কিন্তু একটা বিজ্ঞাপন Click This Link কুলআইরিস এইটা দিয়া আপনি ওয়েবপেজের ছবি ও ভিডিওগুলার প্রিভিউ একটু থ্রিডি স্টাইলে দেখতে পারবেন।

ফেসবুক, গুগোল সার্চ রেজাল্ট, পিকাসা, ফ্লিকারের ফটুক দেখতে এর জুড়ি নাই। এমনকি নেক্সট পেজে যাওয়ার আগেই কুলআইরিস আপনার পরের পেজের ফটুকগুলা লোড করে ফেলবে। শুধু ওয়েবপেজ না, এইটা দিয়া আপনার হার্ডডিস্কের ফটুকও দেখতে পারবেন। বিভিন্ন স্টাইলে ফটুক দেখার পাশাপাশি ব্যাপক মজাও পাবেন। Click This Link ডাউনলোড স্ট্যাটাসবার ফায়ারফক্সে ডাউনলোড করার সময় আরেকটা ছোটো উইনডো ওপেন হয়।

ঐখানে ডাউনলোড স্পিড, টাইম রিমেইনিং ইত্যাদি জিনিসপাতি দেখায়। কিন্তু শুধু শুধু আরেকটা উইন্ডো কেনো? ডাউনলোড স্ট্যাটাসবার দিয়ে আপনি ফায়ারফক্সের নিচেই আপনার যাবতীয় ডাউনলোড কর্মকান্ড দেখতে পারেন। Click This Link ফক্সট্যাব ১০/১২টা ট্যাব খুইলা বইসা আছেন। একটু পর পর মাউস ক্লিক কইরা একটা থেকে আরেকটায় যাইতেছেন বা কন্ট্রোল+পেজ আপ/ডাউন দিয়া একটার পর একটায় যাইতাছেন। কস্ট তো লাগবই।

ফক্সট্যাব দিয়া একটু থ্রিডি স্টাইলে এক পেজে সবগুলা ট্যাব একসাথে দেখতে পারেন। এরপর যেই পেজে যাইতে চান সেইটা ক্লিক করবেন। Click This Link গুগোল প্রিভিউ গুগলে সার্চ মারলে এত্তগুলা ওয়েব পেজ আসে। সবগুলায় ঢুইকা দেখা অনেকসময় বেসম্ভব, সময়েরও ব্যাপার। যদি সার্চের পাশেই ঐ পেজটার প্রিভিউ হিসাবে থাম্বনেইল ভিউ দেখা যায়? ওকে, তাইলে এইটা ইন্সটল করেন।

চিত্র দেখলে আরো কিলিয়ার হইবেক। Click This Link স্কিপস্ক্রিন রেপিডশেয়ার, মেগাআপলোড, ডিপোজিট ফাইলস সহ আরো সাইট আছে যেখানে ডাউনলোড করতে আপনাকে ৪৫ সেকেন্ড থেকে ২/৩ মিনিট পর্যন্ত দাড়ায় থাকতে হয়। এই এডনটা দিয়া এপনি সেই কাউন্টডাউনগুলা স্কিপ করতে পারবেন। ফলে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড শুরু হবে। যেই সাউটগুলা এরা সাপোর্ট করে - * Rapidshare.com * zShare.net * MediaFire.com * Megaupload.com * Sharebee.com * Depositfiles.com * Sendspace.com * Divshare.com * Linkbucks.com * Uploaded.to *Link protector *Digg *LimeLinx Click This Link টুইটার বার আপনি টুইটার ব্যাবহার করে থাকলে আপনাকে হয়তো প্রতিদিনই টুইটারে ঢুকে স্ট্যাটাস আপডেট করতে হয়।

কিন্তু যদি এমন হয় যে আপনি এড্রেসবারে কিছু একটা লিখে টুইটার আইকনে ক্লিক করবেন আর সেটাই টুইটারে স্ট্যাটাস হিসাবে লেখা হয়ে থাকবে? Click This Link WOB এটার মানে ওয়েব অফ ট্রাস্ট। সাইটগুলার ট্রাস্টওরদিনেস, ভেন্ডর রিলিয়ব্যালিটি, চাইল্ড সেফটি আর প্রাইভেসি কেমন সেগুলা একটা সবুজ, কমলা ও লাল আইকন দিয়ে দেখায় দিবে। লাল গুলা বিপদজনক। উপরে গুগল প্রিভিউ এর ছবিতে সামহোয়ারের সবগুলা লিংক সবুজ দেখাইতেছে, কিন্তু নিচের ছবিতে কয়েকটা সাইটে লাল/কমলা দেখাইতেছে। Click This Link ভিডিও ডাউনলোড হেল্পার ইউটিউব সহ এর মত হাজারটা সাইট থেকে ইয়েব বেসজ ভিডিও নামান, কনভার্ট করুন।

Click This Link এনি কালার ফায়ারফক্সকে আরো স্টাইলিশ করতে বিভিন্ন কালার ব্যাবহার করুন। Click This Link অটো পেজার আপনি একটা ওয়েব পেজের শেষে চলে গেলেন, এরপর নেক্সটে ক্লিক করবেন, পরের পেজ লোড হবে, এরপর আপনি পরের পেজ দেখবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি পেজের শেষে চলে গেলেন আর আপনার পরের পেজ অটো লোড হয়ে গেলো? তাহলে তো আপনাকে পরের পেজ লোড হবার জন্য ওয়েট করতে হবে না এবং আপনার সময় তো কিছু হলেও বাচবে, নাকি? Click This Link রিড ইট লেটার একটা পেজ আপনার পড়তে ইচ্ছা করতেছে, আবার বুকমার্ক করতেও মন চাইতেছে না। ওয়ানটাইম ব্যাপার স্যাপার। এখানে আপনি সেই পেজগুলা সেভ করে রাখতে পারবেন।

Click This Link টুইটারফক্স বন্ধু বান্ধবের টুইটার আপডেট ফায়ারফক্সের ডানকোনায় দেখতে পারবেন। Click This Link স্ক্রীনগ্রাব সম্পূর্ন ওয়েব পেজ, বা আপনার দেখিয়ে দেয়া নির্দিস্ট অংশ খুব সহজেই ইমেজ আকারে সেভ করতে পারেন এই এডন দিয়ে। Click This Link কুল প্রিভিউস কোনো থাম্বনেইল ছবি বা লিংকে না গিয়ে, বরং শুধু ঐ লিংকের উপর মাউস রেখে আপনি ঐ লিংক/ছবির প্রিভিউ দেখে ফেলতে পারেন। এমনকি আপনাকে আপনার ট্যাব বা বর্তমান ওয়েব পেজ ছেড়ে যেতে হবে না, আলাদা একটা ছোট উইন্ডোতে ঐ পেজের উপরই সব দেখতে পারবেন। Click This Link এড টু সার্চবার উপরে ডানদিকের কোনায় একটা সার্চবার থাকে।

ঐখান থেকে আপনি গুগোল, এমাজন, ইয়াহু, উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন। আমরা প্রতিদিন গুগলের হোমপেজে না ঢুকে এটা ব্যাবহার করেগুগলে সার্চ করি। ঠিক একই ভাবে এই এডন দিয়ে আপনি যেকোনো সাইটের সার্চ ঐ সাইটে না গিয়ে শুধুমাত্র ফায়ারফক্সের সার্চবার ব্যাবহার করে সার্চ করতে পারেন। ধরেন আপনি সামহোয়ারে বাম পাশে যে একটা সার্চটুল আছে সেটা এখানে নিতে চান। এখন ঐ টুলের উপর রাইট ক্লিক করে "এড টু সার্চবার" দিলেই সেটা আপনার সার্চবারে এসে পড়বে।

সামহোয়ারে ঢুকে সার্চ করার কোনো দরকার নাই। Click This Link কালারফুল ট্যাবস অনেকগুলো ট্যাব খোলা থাকলে সেগুলোকে সাইট অনুযায়ী কালার করুন। তাহলে ট্যাব খুজে পেতে সোজা হবে। কালার অটোমেটিক হবে, আপনাকে করতে হবে না। Click This Link ফক্সি টিউনস গান শুনতে শুনতে নেট সার্ফ করেন? একটু পর পর গান চেন্জ বা ভলিউম বাড়ান বা কমান? তাহলে তো আপনাকে ফায়ারফক্স ছেড়ে একটু পরপর মিডিয়া প্লেয়ার ধরা লাগে।

এই এডন দিয়ে আপনি ফায়ারফক্সের চিপায় চাপায় বেশিরভাগ মিডিয়া প্লেয়ার ইন্টিগ্রেট করতে পারেন। ফলে যেকোনো মিডিয়া প্লেয়ার ফায়ারফক্স থেকেই কন্ট্রোল করতে পারবেন। চাইলে ঐ গানের লিরিকস, আর্টিস্টের বায়োগ্রাফি বা ঐ গানটার ভিডিও নামাতে পারেন। Click This Link ফিবি এতক্ষন ধইরা তো ব্যাপকহারে এডন নামাইলেন, কিন্তু যদি আবার এক্সপি ইনস্টল করা লাগে? তাইলে তো বুকমার্ক সহ সবডি এডন উধাও হইয়া যাইবো। এখানে উপায় হইলো এই এডনগুলার একটা ব্যাকাপ নিয়ে নেওয়া।

ফিবি দিয়া ব্যাকাপ নিবেন। এরা আপনার থিম, এক্সটেনশন, বুকমার্ক, ব্রাউজার হিস্ট্রি, কুকি, সার্চ প্লাগিনস, ইউজারনেম-পাসওয়ার্ড ব্যাকাপ নিয়ে নিবে। আপনার কাজ হবে শুধু সিলেক্ট করা কি কি ব্যাকাপ নেয়া লাগবে এবং কোন ড্রাইভে ব্যাকাপ নিতে হবে(অবশ্যই সি ড্রাইভ ছাড়া)। এইটা অটমেটিক ব্যাকাপ সাপোর্ট করে। আপনি ব্যাকাপ নিতে ভুইলা গেলে আপনাকে মনে করায় দিবে।

Click This Link *এখানে সামান্য বিবরন আছে। আরো ডিটেইলস জানার জন্য সবশেষের লিংকগুলায় ক্লিক করুন। ঐ একই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। ঐ পেজে গিয়ে "এড টু ফায়ারফক্স" দিলেই এডন ইনস্টল হয়ে যাবে। এরপর আপনাকে ব্রাউজার রিস্টার্ট দিতে বলবে।

ব্রাউজার রিস্টার্ট দিয়ে এডন মনমত কনফিগার করবেন। ** মজিলার সাইটে গিয়ে আপনি আরো এডন ব্রাউজ করে দেখতে পারেন। https://addons.mozilla.org/en-US/firefox/ ***আপনার কোনো এডন ভালো লেগে থাকলে সেটা সাজেস্ট করতে পারেন। |||||||||||||||||||||||||||||||||||||||||||আপডেট||||||||||||||||||||||||||||||||||||||||||||||| ব্লগারদের কমেন্ট থেকে যেসব এডনের কথা উঠে এসেছে সেগুলো লিংক সহ দেয়া হলো। সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: জিমেইল নোটিফায়ার--- এটা একদম ইমেইল ক্লায়েন্টের মতই কাজ করে।

ইন্জিনিয়ার বলেছেন: Flagfox দিয়া ওয়েব সাইটের সার্ভার কোন দেশে সেটাও অ্যাড্রেসবারে দেখা যায়। শয়তান বলেছেন: PDF Download Boost for Facebook WebMail Notifier WebMail Ad Blocker Fission, অপেরার মত পেজ কতটুকু লোড হলো তা এড্রেসবারে দেখা যায় Greasemonkey অজানা এক পথিক বলেছেন: image zoom: ডাউনলোড ছাড়া ইমেজ জুম করা যায় morning coffee: প্রতিদিন যেই পেজগুলাতে ভিজিট করেন, সেগুলা সেভ করে পরে এক ক্লিকে ওপেন করতে পারবেন UrlBarExt: url কপি, ছোটো করা সহ আরো অনেক কিছু করা যায় এক ক্লিকে FireFtp: এক্সপ্লোরার স্টাইলে এফটিপি ব্রাউজ করা যায়। Colt: পেজের হাইপারলিংকগুলা সহজে কপি করা যায় FireUploader: ফেসবুক, ইউটিউব বিভিন্ন সাইটে ফাইল আপলোড করা যায় খুব সহজে। Last Pass: নাম দেখেই বুঝতে পারছেন পাসওয়ার্ড ম্যানেজার। অটো ফিল, পাসওয়ার্ড জেনেরেটর সহ ভাল ফিচার আছে।

ডট কম ০০৯ বলেছেন: ফক্সি প্রক্সি ব্যবহার করে আপনি আপনার আই পি এড্রেস পরিবর্তন করে আপনি ইচ্ছা মত যে কোন সাইট ভিজিট করতে পারবেন যদিও তা আপনার নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার বন্ধ করে রাখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.