আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা কে রক্ষা করুন। নিজের ভাষা কে সম্মান দিন সবাই আপনাকে সম্মান দিবে।

জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে , ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাধিব স্বপন পাশে।

ভাষা নিয়ে আমরা সদা ই একটু স্পর্শকাতর তাই জানিনা এই পোস্ট কারো ভাল লাগবে কি না, যদিও এই পোস্ট টা করা-ই হয়েছে আমার স্পর্শ কাতরতার জন্য। আমি খুব বেশি লিখছি না বেশি লেখার মত কিছু না, আমার মূল বিষয় হচ্ছে ব্লগ এ বা facebook যেখানেই যাই দেখি বাংলা লিখা হচ্ছে যদিও এটা কে মোটেও শুদ্ধ বাংলা বলা যাবেনা। উদাহারণ স্বরূপ, যাচ্ছি কে বলা হচ্ছে 'যাইগা'!! থেকে হয়ে গেছে 'থাইকা'!!!! আমার মোটেও বোধগম্য হচ্ছেনা আজ কাল এইসব শব্দ কে আধুনিকতা মনে করা হচ্ছে নাকি!!! আজব!! যেখানে আঞ্ছলিক ব্যাবহার করার কথা করবে, তাই বলে সবখানে!! এটা আবার কি? আর এমনও না যে শুধু নির্দিষ্ট এলাকার USER এভাবে লিখছেন, ঢাকা, চট্রগ্রাম, সিলেট সবাই এরকম লিকছে, এর মানে কি এই নয় যে সবাই এটাকে Smartness/Attitude মনে করছে? এরকম ভাষার ব্যাবহার আর যাই হোক ভদ্রতা হতে পারেনা, আর এটা শুধু আমার কথাই না যেকোনো ভদ্র মানসিকতার মানুষ ও এরকম মনে করবে। আঞ্ছলিক ভাষা নিয়ে আমার কোনো বিদ্বেষ নেই, বরং আমি একজন সিলেটী হিসেবে নিজের আঞ্ছলিক ভাষায় কথা বলি যতটুকু পারি।

আমি প্রয়োজন মত শুদ্ধ ভাষায় অ কথা বলি। আমি facebook এ ও সিলেটী বলি। আমার কাছে আঞ্ছলিক ভাষা ব্যাবহারে কোনো সমস্যা নেই। "যাইগা" শব্দ টা যে অঞ্ছল এর তারা অবশ্যই এটা প্রয়োগ করবেন তাই বলে অন্যরা কেন শুদ্ধ ভাষা বা common language এর নাম করে যাইগা, খাইগা, থাইক্যা, খাইসে আইসে ইত্যাদি এরকম শব্দ ব্যবহার করবে? হয় শুদ্ধ ব্যাবহার করুন অথবা নিজের আঞ্ছলিক, শুদ্ধের নামে এসব ব্যাবহার করবেন না দয়া করে। এরকম করা মোটেই আধুনিকতা না কুরুচিপূর্ণতা।

আঞ্ছলিক ভাষা ব্যাবহার করুন এবং অন্য ভাষাভাষী যারা আপনার সাথে কথা বলছে তাদের সাথে শুদ্ধ বলুন যাতে দু-পক্ষই বুঝতে পারেন। আর যদি এমন হয় অন্য পক্ষ তার নিজের আঞ্ছলিক ভাষায় কথা বলছে তাহলে আপনিও নিজেরটা ব্যবহার করুন। আপনার দরকার নাই তার ভাষায় কথা বলার। সে যদি অভিযোগ করে আপনার কথা বুঝতে পারছেনা তা হলে আপনিও তাকে বলুন যে আপনি ও তার কথা বুঝতে পারছেন না । সে যদি নিজের ভাষা Represent করে তাহলে আপনি ও করুন, কেন অযথা তার ভাষায় বলবেন।

একটা উদাহারন দেই , আমার একজন ময়মনসিংহের Clasmate (মনে করি তার নাম কলাগাছ) অন্য এক চট্রগ্রামের Clasmate (এবং ধরি তার নাম লাউগাছ) এর সাথে কথা বলছিল, আমি লক্ষ করলাম যে ময়মনসিংহের Clasmate টা মানে কলাগাছটা লাউগাছ কে নিয়ে হাসছে এই বলে যে তোমার কথা বুঝিনা, কিন্তু কলাগাছ ঠিক ই তার আঞ্ছলিক ভাষায় কথা বলছে(যা মোটেও শুদ্ধ বাংলা না)। লাউগাছ অতঃপর শুদ্ধ ভাষায় বলতে শুরু করায় কলাগাছ আবার ও হেসে উঠে বলে 'আরে তুমি দেখি ন্যাকামো শুরু করলে, মিয়াঁ তুমি আমগো মত কথা কও' তারপর লাউগাছ শুরু করল খাইসে গেসে যাইগা খাইগা টাইপ কথা। আমার প্রচন্ড খারাপ লাগল , কলাগাছের ব্যাবহার এ না লাউগাছ এর কাজে । ও পারলে বলতে পারত আমার ভাষায় কথা বল তাহলে আমি অ বলব। কলাগাছটা একদিন আমার সাথেও একই কান্ড করতে চেয়েছিল আমি সোজা বলেদিয়েছি হয় সিলেটী বল নইলে শুদ্ধ বল।

ও মিন মিন করে বলেছিল ওর ভাষাই শুদ্ধ, জবাবে আমি শুদ্ধ আর ময়মনসিংহের ভাষার যে পার্থক্য দেখিয়েছি তা সে বেচারা জিবনে ভুলবেনা। কিভাবে দেখিয়েছি এবং কি দেখিয়েছি সে আরেক কাহিনী ... (এই লেখায় আমি কোনো অঞ্ছলের প্রতি ইঙ্গিত করিনি, ঘটনার স্বার্থে এবং বাস্তব ঘটনার বর্ণনায় ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেটের নাম এসেছে। আমার মূল উদ্দেশ্য Smartnes এর নামে যারা বাংলা তথা শুদ্ধ ভাষার বদনাম করছে তাদের চোখে আঙ্গুল দেয়া!! )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.