আমাদের কথা খুঁজে নিন

   

বাবা > শ্বশুরের কমপেয়ার

হাতছানি দেয় দূরে কেউ আমারে

মা -র স্থান উপরে হলেও বাবার স্থান কম না! আজকাল আমরা বাবা ও শ্বশুরের মাঝে কমপেয়ার করি। হো আমার বাবা আমাকে কি দিয়েছে, শুধু বড় করেছে, আর গালিগালাজ ছাড়া আর কিছুই করেনি। অথচ শ্বশুর আমাকে একটা বিয়েতে হোন্ডা দিয়েছে। এছাড়া আসবাবপত্র সহ ঘরের সবকিছু কিনে দিয়েছে! অথচ তারা ভূলে গেছে, তাদের খাওয়াতে পড়াতে তার বাবা শরীরে কত লবণ যে বেড়িয়ে গেছে, কত ঘাম ঝরেছে তাদের জন্য। তারা যদি প্রতি ঘামের ফোটা ৩০/- দরে দিত তবে তার বাবা আজ এই বৃদ্ধ বয়সে বসে খেতে পারতো।

অথচ, তারা তাদের বউয়ের যেন কেনা গোলাম হয়ে গেছে। অনেকটা পোষা কুত্তার মত। যে তাকে যাই বলা হচ্ছে ভালো মন্দ দেখছে না তাই করছে। (সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়) ডেমো-১ রাতে বাসা যাওয়ার পথে একদম কুনকুনে এক বড় চাচাকে পেলাম। রাস্তার মাঝে তাকে জিঞ্জেস করলাম- চাচা আপনার ছেলে নেই, আছে বাবা- তারা আলাদা খায়।

কেন? হয়ত আমাদের সঙ্গে খেলে তার সমস্যা, আমরা হয়তো বেশী খায়! আমি তো বুড়ো হয়ে গেছি বাবা তাই ওদের কোন কাজে আসতে পারছি না, হইতো সেজন্য হয়তো আলাদা খায়! আর তা ছাড়া ছেলের বউ কারনে বিনা কারনে শুধু ঝগড়া করে তোমার চাচীর সঙ্গে। আমি শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম। আর কত খাটবেন চাচা। চাচা এমন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইল যেন তার চোখ ফেটে যত পানি আছে যে কাউকে ভাসিয়ে দিতে পারে!! তার সেই করুন আকুতি চোখের পানে আমি বেশীক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। কত কষ্ট করে আমি তাদের লালন পালন করলাম।

আরে, ওদের অসুখে কত রাত জেগে সেবা করেছি অথচ.... আজ আমি কই থাকি তারই খোজ নেওয়ার সময় নাই.... আরে ডাক্তারকে রাত ২টা র ডেকে ওষুধ নিয়েছি, মানুষে বকা খেয়েছি, তোদের জন্য কত কিই না করেছি, এমনকি চুরি করেছি ছোট খাটো আজ তারা আমাদের চেনেই না!!! চাচা চোখের পানি যেন আর বাধ ধরে রাখতে পারলো না!!! তাহলে আমাদের বাবা - মা এত কষ্টকরে আমাদের লালন পালন করেছে বৃদ্ধবয়সে একটু সুখের আসায় অথচ......... আমরা চামারের (সরি...) অধম হয়ে গেছি! আমরা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবো বিয়ের পর বউকে ও বাবা মাকে সমান ভাবে দেখেছি...! আসুন না একটু ভেবে দেখি................. চলবে...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.