Set sail, ye hearts~ into the sea of hope..
মোবাইল ব্যবহারের মাধ্যমে ব্যকটেরিয়া সংক্রমনের ব্যপারে এতদিন সতর্ক করে এসেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে যখন জানা গেলো, একটি মোবাইলে টয়লেট হ্যান্ডেলের চেয়ে ১৮ গুন বেশী ব্যাকটেরিয়া থাকে তখন সংবেদনশীলদের মোবাইল ব্যবহারকেই নিরুতসাহিত করতে শুরু করেন চিকিতসকরা। কিন্তু চট করে নিজের মোবাইলকে কিভাবে ব্যাকটেরিয়া মুক্ত করা যায় সে ব্যপারে এত দিন পর্যন্ত কোনও সমাধান দিতে পারেননি কেউ।
অবশেষে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার গবেষকরা সম্প্রতি দাবী করেছেন যে, তারা মোবাইল থেকে ব্যাকটেরিয়া দূর করার সহজ ও কার্যকর একটি উপায় বের করে ফেলেছেন। পাবমেড সাময়িকীতে প্রকাশিত তাদের পর্যবেক্ষন বলছে, মোবাইলে সাধারনত যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে, সেগুলোর বেশীরভাগই (৮৮%) স্যালাইন পানিতে টিকে থাকতে পারে না তাই লবন পানির ব্যবহারই রুখে দিতে পারে আপনার মুঠোফোনে অনুজীবের বিস্তার।
স্যালাইন বা লবন পানি যেহেতু সকলে কাছেই সহজলভ্য, তাই এর মাধ্যমে যে কেউ ঘরে বসেই ব্যাকটেরিয়া সংক্রমন প্রতিরোধ করতে পারে। এই গবেষনাকে তাই ভাইরাস প্রতিরোধে এক বিশাল সাফল্য হিসেবে স্বীকার করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা।
গবেষনা প্রবন্ধটিতে বলা হয়েছে এক গ্লাস পানিতে স্যলাইন তৈরী করে, একটি মোবাইলকে পর পর তিনবার এতে সম্পুর্ন ভিজিয়ে নিলেই ৮৮% ব্যাকটেরিয়া মুক্ত করা সম্ভব দেখা গেছে একবার ডুবালে ব্যাকটেরিয়া তেমনভাবে দূর হয় না, আর তিনবারের বেশী হয়ে গেলেও অতিরিক্ত ফলাফল পাওয়া যায় না। তবে ব্যাকটেরিয়া মুক্ত করতে গিয়ে মোবাইলের ভেতরে যেন পানি চলে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন ব্যাকটেরিয়া মুক্ত করতে গিয়ে ভিতরে পানি ঢুকে তাদের বেশ কয়েকটা মোবাইল নষ্ট হয়ে গেছে
সূত্র: উরাধুরা নিউজ
(যারা তথ্যপ্রযুক্তি বিষয়ক আপডেট জানতে চান, তারা দয়া করে সত্যিকারের কোনও টেকি সাইটে ঢু মারেন।
এখানে এসে খামাখা ভীড় করবেন না। আর ইমো নিয়া কমেন্ট করা কিন্তু নিষেধ আগেই বলে দিলাম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।