আমি উন্মাদ, আমি উন্মাদ !! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ
বেশ ক'দিন ধরেই লক্ষ্য করছি ফেসবুককে বাংলায় রুপান্তর করা হবে। আমাদের অতি আদরের মোবাইল ফোন কোম্পানি গ্রামীনফোন তো পত্রিকায় 'অনুবাদক আবশ্যক' বলে বিজ্ঞাপনই দিয়ে দিল।
ফেসবুককে বাংলায় অনুবাদ করা হচ্ছে এটা খুবই আনন্দের খবর। আনেকেই হয়তো বলবেন- 'ফেসবুকে তো আগে থেকেই বাংলা ছিল !'
হ্যাঁ!!!
তবে সেটা অসম্পূর্ণ ভাবে। এবার সম্পূর্ণ ভাবেই অনুবাদ করা হবে। মজার ব্যাপার হ্ল এই অনুবাদ এর কাজ যে কেউই করতে পারবেন।
বিশ্বাস না হলে এইখানে চাপ দিন। এর পর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করে দিন।
সবইতো করলেন আপনি ! তাহলে এর সাথে গ্রামীনফোন এর সম্পর্ক কি ?????
আরো খবর জানতে এই ব্লগটি পড়ুন। থলের বিড়াল বেড়িয়ে আসবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।