গুগল আর্থ গুগলের এমন একটি পরিসেবা যা আমাদেরকে সুযোগ করে দেয় নিজের পিসির মনিটরের পর্দার মধ্য দিয়েই বিশ্বের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর। অন্যদের কথা বাদ; আমার নিজের কথাই বলি। সকাল সন্ধ্যা চাকরী করি বিধায় বেড়ানোর সুযেগটা আমার খুবই কম। ফাইভ সিক্সে পড়া একটা বাচ্চা ছেলেও আমার থেকে ভাল রাস্তাঘাট চেনে এ কথা স্বীকার করতেই হবে। কিন্তু প্রয়োজনতো আর কোন অজুহাত শুনবে না।
আর রাস্তা চেনানোর জন্য সবসময় সঙ্গীও পাওয়া সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই সাহায্য নিতে হয় গুগল আর্থ এর। প্রথম প্রথম একটু অনুবিধা হলেও এখনতো গুগল আর্থ ছাড়া আমি একরকম অচলই বলা চলে।
আমার কোন বন্ধু হয়তো বললো অমুক জায়গায় চলে আয়, তো আমি বললাম ঠিক আছে এতক্ষণের মধ্যে চলে আসছি। সবার ধারণা বাংলাদেশর সমস্ত কানাগলিই বোধহয় আমার মুখস্ত।
অনেক সময় কেউ যখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করে অমুক যায়গায় কোনদিক দিয়ে যাব, তখন বেশ মজাই লাগে।
গুগল আর্থ থেকে আমরা আকাশ থেকে পৃথিবী এবং পৃথিবী থেকে আকাশ দেখতে পারি। কিছুদিন আগে এর সাথে আরো যুক্ত হয়েছে সমুদ্রের তলদেশ ভ্রমণের সুবিধা।
এক নজরে গুগল আর্থ
* চাঁদের বিভিন্ন ভৌগলিক পরির্বতনের চিত্রাবলী এতে সংযোজিত হয়েছে। এছাড়া চন্দ্রপৃষ্ঠে এ্যাপোলো এর অবতরণের স্থান চিহ্নত করা হয়েছে।
* 5.0 ভার্সন থেকে এতে সমুদ্রপৃষ্ঠ ও তলদেশ সংযোজিত হয়েছে।
* নাসা কর্তৃক সংগৃহীত মঙ্গল গ্রহের সর্বশেষ ছবিগুলোর পাশাপাশি 360 ডিগ্রি এ্যাঙ্গেলে পর্যন্ত হাই রেজুলেশনে থ্রিডি ম্যাপিং।
* বিশ্বের বিভিন্ন স্থানের ঐতিহাসিক ছবিগুলো দেখে সাম্প্রতিক সময় পর্যন্ত বিবর্তনের ধারাটা খুব সহজেই উপভোগ করা যায়।
* ফ্লাই টু অপশন ব্যবহার করে মুহুর্তেই পৌছে যান আপনার কাঙ্খিত যেকোন স্থানে। এর জন্য Fly to এর স্থানে শুধু আপনার পছন্দের জায়গাটির নামের সঠিক বানাটি লিখুন এবং এন্টার চাপুন।
* আপনার পছন্দের যেকোন জায়গাটিকে প্লেসমার্ক করুন এবং বন্ধুকে ইমেইলের মাধ্যেমে পাঠিয়ে দিন।
কোথায় পাবেন গুগল আর্থ?
গুগলের ওয়েব সাইট earth.google.com থেকেই গুগল আর্থের ফ্রি এডিশনটা ডাউনলোড করা যাবে। তবে গুগল আর্থ প্রো এডিশনটির দাম কিন্তু চারশ ডলার। অথবা আপনি চাইলে গুগল আর্থের পোর্টেবল ভার্সনটা ব্যবহার করতে পারেন। আমি নিজেও এটা ব্যবহার করি।
কেননা এটা ইন্সটল করার বাড়তি ঝামেলা নেই। পেন ড্রাইভে রেখে দিলেই হলো। যখন খুশি ব্যবহার করা যায়।
বোনাস
গুগল আর্থে আমার কন্ট্রিবিউট করা ছবিগুলো দেখতে চাইলে এটা ডাউনলোড করুন এবং গুগল আর্থের সাহায্যে ওপেন করুন।
আরো দেখুন:
* আরেকটু জানুন গুগল ওয়েভ সম্পর্কে
* অল ইন ওয়ান মেসেঞ্জার : নিমবাজ
* সিলভারলাইট: ফেসবুক এখন আপনার ডেস্কটপে
* বিনামূল্যে বুঝে নিন, ফায়ারফক্স পোর্টেবল ৩.৬
নিজস্ব লেখা : পূর্বে স্বাধীন বাংলায় প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।