উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .
ফাউল বুলেই আমার নামডাক আচে। নানা ঝামেলার মইদ্যে দিয়া জীবনডা ফানা ফানা হৈয়া যাইতাচে। টাই টু বুলগে আচি , নাই।
বাট সামুর কাচ থিকা ডুরে তাক্তে বাল্লাগে না।
নাউ আই এম টুয়েন্টিফোর অাওয়ার অ্যাভেইলেবল ফর ইউ অল মাই ফ্রেন্ডস।
কুনু কিচু জানতে চান, জিগাইতে চান, এহানে
কুনু উত্তেজক কিচু বুলতে চান, এহানে
মুরে খুঁজতে চান, এহানে
ভালুবাসা বা গাইল দিতে চান, এহানে
শতভাগ নিশচুইতা দিতাচি, পাইবেন এহানে
নাও, ইটস অল, টা টা।
(শ্রদ্ধেয় ব্লগার জিসান শা ইকরামসহ আসিফ ও আরো অনেকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমার এই ক্ষুদ্র সৃষ্টি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।